মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে (পড়ালেখাকে আমি আপনাদের হাতের মুঠোয় এনে দিলাম , সংগ্রহের/ডাউনলোড করার দ্বায়িত্ব আপনাদের)

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান বিশ্বে যেসব নতুন আবিষ্কার অতি দ্রুত শহর-বন্দর ও গ্রাম-গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তন্মধ্যে মোবাইল ফোন একটি উল্লেখযোগ্য আবিষ্কার। মোবাইল নেয় এমন তরুণ তরুণী হয়তো এখন আর দেশে খুজেঁ পাওয়াই কঠিন। সবার হাতে হাতে রয়েছে মোবাইল। ...একটা সময় এমন ছিল যখন মোবাইল ফোন ছিল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম  অর্থাৎ মোবাইল ফোন ছিল মূলত ফোন করা বা এসএমএস এর জন্য । তারপর সময়ের সাথে তাল মিলিয়ে এটি হয়ে ওঠে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ।

প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আর কেনই বা কাছের বন্ধু হবে না বলুন – মোবাইল ফোন যদি আমাদের ইন্টারনেট ব্যবহারের করে - মুহূর্তের মধ্যে যে কোন স্থানে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে দেয়, ও প্রিয়জনের সাথে ফেসবুক এর মত এপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দেয় বা বলে দেয় আজকের আবহাওয়া কেমন যাবে, বা আপনার শেয়ারের বর্তমান রেট কত যাচ্ছে কিংবা হুমায়ুন আহমেদের বই ডাউনলোড করে পড়ার সুযোগ দেয় । আর এ জন্য একে আমি বলি  “হাতের মুঠোয় ছোট্ট বিশ্ব” ।বর্তমান এই যুগে  আমাদের সার্বক্ষণিক ও একমাত্র সঙ্গী বা পারসোনাল ডিজিটাল এ্যসিস্টেন্স (পিডিএ) হচ্ছে মোবাইল । আর এর সহজ ব্যবহার, ইন্টারনেট সুবিধা ও সহজ বহনযোগ্যতার জন্য দিন দিন মোবাইল  বা স্মার্টফোনের  প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে...! তাতে বলা যায়, আমাদের  ডেক্সটপ ও ল্যাপটপের দিন শেষ ............! 😥 😆

আর তাই এই প্রিয় মোবাইল নামক বন্ধুটিকে আপনার শিক্ষা জীবনের অন্যতম বন্ধুতে রূপান্তরিত করতে আমি চেষ্টা করব...।

এজন্য মোবাইল কে পরিণত করতে শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে । কারন সবসময় তো কম্পিউটার বগলদাবা করে ঘুরে বেড়ানো যায় না, তাই সব জায়গায় ই-বুক পড়াও যায় না। মনে করেন আপনি ট্রেনে করে সিলেট বা ঢাকা  যাচ্ছেন, এখন আপনি ই-বুক পড়ার মত কম্পিউটার পাবেন কই?এছাড়া দীর্ঘ কোনো লেখা কম্পিউটারে পড়তে বিরক্ত লাগে...তা ছাড়া কারেন্টও থাকেনা সব সময়।

সেটা কেবল সম্ভব হবে মোবাইল দিয়ে.........যদি আমাদের প্রয়োজনীয় সকল বই ( বিশেষ করে বাংলা বই) পড়া যায়।এছাড়া এই মোবাইলের  ভেতর আস্ত আস্ত বই রেখে দিতে পারবেন। যারা বই পড়তে ভালোবাসে তারা যখন ফোন আসে না তখন মোবাইল খুলে বই পড়তে পারবেন।

আমার মনে হয় প্রায় সবাই এই ব্যাপারটা জানে... কিন্তু এর সঠিক ব্যবহার কেউ করে নাই...

যেসব কারণে আপনি মোবাইলে বই পড়েন নাইঃ

  • ১)-কারন আমারা ইন্টারনেট থেকে যেই বই গুলো পাই সেগুলো ইংলিশ , বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য ।
  • ২)-অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে কিন্তু সমস্যা হল সেগুলো ইউনিকোড টেক্সট ফরম্যাটে নাà  স্ক্যান করা
  • ৩)-অথবা বিজয়  টেক্সটে লেখা যা মোবাইল মোটেও পরা সম্ভব না।
  • ৪)-আর অন্য যেগুলো  পড়া যায় সেগুলো আবার ডানে বামে করতে করতে বিরক্ত হয়ে আর পড়ার আগ্রহ থাকে না।

আর এই জন্য আমি মোবাইল ভার্শনে আনেক গুলো প্রয়োজনীয়  সব  বাংলা ই-বুক আপনাদের জন্য তৈরি করেছি ...... যা দেখতে অবিকল বই-এর মতোই, কিন্তু কাগজের বদলে থকবে আপনার মোবাইল স্ক্রীন।

যেসব কারণে আপনি মোবাইলে এই বই গুলো পড়বেনঃ

  • ইউনিকোড বাংলা টেক্সটে......যা সব মোবাইল রিড়ারে দেখা যাবে,
  • আর সবচেয়ে বড় সুবিধা হল এই বই গুলো  মোবাইল  স্ক্রীন সাইজে.........!
  • তাই ডানে বামে করা লাগবে না...!
  • আর মেমোরি সাইজ ও কম তাই হ্যাং করবে না...।

অনেক আজাইরা কথা হল ... এবার আসল কথায় আসি... যাদের মোবাইল দিয়ে পডালেখা করার ইচ্ছা আছে তারা:--

প্রথমে নিচের সফটওয়্যার গুলো মোবাইল এর ভার্শন আনুযায়ি ডাউনলোড করে নিন...ঃ-

Note:যে সকল মোবাইল সেটে আগে থেকে অ্যাডোব (Adobe Reader) রিডার আছে তারা নতুন করে ইন্সটল করে ঝামেলা করার দরকার নাই তবে আপডেট করতে চাইলে তা অন্য কথা.........

নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন ২ (s60v2) এর জন্য বই/ ই-বুক রিড়ার

s60v2.zip
Download link:

http://www.mediafire.com/?ypqk98mmgro4tn6

নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন 3 এবং ৫( s60v3 & s60v5) এর জন্য বই/ ই-বুক রিড়ার:-

যদি আপনার সেট Certificate error দেখায় ,এই একটি সফটওয়্যার ইন্সটল করে হ্যাক করুন কোন জামেলা ছাড়া

=> easy hacking kit.zip ফাইল টি ওপেন করে how to hack.txt থেকে আপনার SYMBIAN DEVICE LIST দেখে বুঝে নিন আপনার মোবাইল কি ৯.১ না ৯.২  ।

সফটওয়্যার টা মেমোরি কার্ডে ইন্সটল করা …

  • Binpda Security Manager
  • Installserver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
  • Capsoff driver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
    এই অপশন গুলোতে  ক্রস চিনহ থকবে আর বাকি সব ক্রস তুলে দিতে হবে
    (ওই উপরের তিনটি অপশন শুধু সিলেক্ট থাকবে)
  • এরপর মেমোরি কাডে ইন্সটল করুণ
  • আপনার অ্যাপ্লিকেশান এ SecMan নামে একটি সফটওয়্যার ইন্সটল হবে …।
  • সফটওয়্যার টি ওপেন করুণ
  • যে লেখা আসুক না কেন ok প্রেস করুন । কিছুক্ষণ পর আপনার মোবাইল রিস্টাট নিবে ……।

এরপর আশা করি কাজ হবে…।।

কাজ না হলে আপনার সেট সম্ভবত ফ্ল্যাশ দেওয়া হয়েছে

Easy hacking kit.zip
Download link:

http://www.mediafire.com/?8r1e1addm5oqr1a

আপনার সেটের মড়েল যদি উক্ত লিষ্টে না থাকে তাহলে নিচের লিঙ্ক গুলো ট্রায় করুনঃ

সাইফুল ভাই এর এই টিউনটা গুলো দেখে নিতে পারেনঃসিমবিয়ান হ্যাকিং: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)

অথবা     টোটাল - সিমবিয়ান হ্যাকিং টিপস দেখে নিতে পারেন...

ভাইরাস ভাই এর  এই টিউনটা দেখে নিতে পারেন         আপনার সিম্বিয়ান ফোন হ্যাক করুন ৩ মিনিটে (৯৯.৯৯% গ্যারান্টি)

যদি আপনার মোবাইল হ্যাকিং কায্রক্রম  সর্ম্পূন হয় তাহলে নিচের ফোল্ডার থেকে Adobe 2.5 software ইন্সটল করুন

Adobe 2.5 software s60v3 & s60v5.zip
Download link:

http://www.mediafire.com/?cd5bvxpe1im9etg

আর আপনি যদি কোন ঝামিলা করতে না চান বা হ্যাকিং কাজ না করলে নিচের সাইন (Signed) সফটওয়্যার ইন্সটল করতে পারেন.........

@:> Adobe_pdf_reader_le_2.5 s v60v5 .zip

Download link:
http://www.mediafire.com/?jaqv5112wdi362m

Pdf+Standard_S60v3rd v5th All version signed.zip

Download link:

http://www.mediafire.com/?td5ppkyj5fqe13v

এন্ড্রোয়েড মোবাইল এর জন্য ই-বুক রিড়ারঃ

Adobe Reader 10.2 Andriod

Download link:

http://www.mediafire.com/?0ivdvwkcuj8om8k

Other Reader

http://server1.quraneralo.com/apps/ez_pdf_reader.apk

I phone জন্য ই- বুক রিডারঃ

http://itunes.apple.com/us/app/ibooks/id364709193?mt=8

http://iphone-apps-ipa.com/Download-application-for-iPad-IPA-apps/PDF-Expert-Fill-forms-annotate-PDFs-ipa-v4.0.html

http://iphone-apps-ipa.com/Download-ipa-application-for-iPhone-iPod-iPad/PDF-Reader-Pro-ipa-V2.7.html

http://rapidshare.com/files/3688757383/PDFReader-v3.8.3-iPhone_Central-HD.rar

http://rapidshare.com/files/336744719/PDF_Reader_Pro_1.3.4.rar

জাভা (s40v1,2,3) সেটের জন্যঃ

(কিছু কিছু বাংলা কিবোর্ডের সেট গুলোতে কাজ করে, বাকী গুলোর কথা বলতে পারি না)
java all pdf reader .zip
Download link: http://www.mediafire.com/?2rdrhg28137w3tn

আর যদি মোবাইল এ ইন্টারনেট থাকে তাহলে অনলাইনেও পড়তে পারবেন

ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ
http://view.samurajdata.se/

অনলাইন  সব ধরনের ডকুমেন্ট কনভার্টারঃ
http://www.online-convert.com/

পিডিএফ আনলকঃ
http://www.ensode.net/pdf-crack.jsf

আপনার মোবাইল এ কম্পিউটার এর মত ফাইল ব্রাউজার ও জিপ ফাইল খোলার জন্য নিচের ফাইল গুলো ডাউনলোড করুন

স্যম্বিয়ান মোবাইল এর জন্যঃ- X-Plore.1.52-Signed (s60v3 & s60v5).sisx
Download link: http://www.mediafire.com/?zsccesoijg8nm72

জাভা বা সিরিজ 40মোবাইল এর জন্যঃ- Java File browser BlueFTP.jar(এটা দিয়ে অন্য যে কোন মোবাইল থেকে ব্লথুথ দিয়ে ফাইল কপি – পেস্ট করা যায়)
Download link:http://www.mediafire.com/?af2hkffu32jz3rr

অ্যাডোব(Adobe e-book) রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন:

        

                

পিডিএফ (PDF)  পড়ার জন্য zoom--> সিলেক্ট করে Fit width অপশন এ ক্লিক করুন ...

তারপর আবার অপশন ক্লিক করে Accept ক্লিক করুন...


Pdf+ রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন:-

          

আথবা নিচের লিঙ্ক গুলো ট্রায় করে দেখতে পারেন

এখন নিচের লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় সব মোবাইল ভার্সন বই ডাউনলোড করে পড়া শুরু করে দিনঃ-

যাচাই করার জন্য নিচের যে কোন একটি বই ডাউনলোড করুন

@:> Let's Learn English Languages for Mobile.pdf
Download link:
http://www.mediafire.com/?m5iosdj3twu74yq

@:> Xclusive General Knowledge Bangladesh.pdf
Download link:
http://www.mediafire.com/?laenk5hftxfwhfr

@:> Brief Knowledge Of The World(G.K.International).pdf
Download link:
http://www.mediafire.com/?o70ohqt8krae42m

@:> Biology.pdf
Download link:
http://www.mediafire.com/?289gt5u2dpz2omc

@:> Medical Science.pdf
Download link:
http://www.mediafire.com/?n6qyut9ap0q0clz

@:> Science.pdf
Download link:
http://www.mediafire.com/?gzclcj4mn9rtbj0

@:> funny Knowledge.pdf
Download link:
http://www.mediafire.com/?tkg63m8srtn3ej3 

ভাল লাগলে নিচের এই ৫০টি মোবাইল ভার্শন বইগুলো (যা জিপ করা আছে) ডাউনলোড করুনঃ

@:> Bangla Grammar(for BCS & Job).zip

Download link:
http://www.mediafire.com/?ver2ioa38bkmdmp

@:> Bangla literature_with category.zip
Download link:
http://www.mediafire.com/?xw7cnywyzs6kypk

@:> Bangla Literature.zip
Download link:
http://www.mediafire.com/?slowa9zndb1t12a

@:> Bangladesh study.zip
Download link:
http://www.mediafire.com/?cw2r9xicqz2n9q3

@:> Bangladesh.zip
Download link:
http://www.mediafire.com/?p1hc6c96oe81hgr

@:> chemistry.zip
Download link:
http://www.mediafire.com/?71c22ub3f7yapyf

@:> English Grammar(for BCS & Job).zip
Download link:
http://www.mediafire.com/?fx5d6v7xax5f9lo

@:> English Xclusive.zip
Download link:
http://www.mediafire.com/?lr64mwzpq7fes1l

@:> International Affairs.zip
Download link:
http://www.mediafire.com/?2qrlybp92aj18fq

@:> Science.zip
Download link:
http://www.mediafire.com/?x68nk947naed678

@:> Xclusive.zip
Download link:
http://www.mediafire.com/?8yxc9q9das2djas

এই বই গুলো আপনাদের ডিজিটাল জীবন কে আরও সহজ করে দিবে আশা করি।আমার পরিশ্রম আপনাদের বিন্দুমাত্র কাজে লাগলেও আমি স্বার্থক।:-

undefined

আমাই বই গুলোর আপডেট পেতে চাইলে   "বাংলা বইয়ের [ প্রয়োজনীয়_বাংলা_বই _Useful -Bangla- e-books ] এই ফেসবুক পেজে "লইক like দিয়েন… আশা করি এতে আপনার কোন ক্ষতি হবে না … তবে আপনাদের উপকারে আসবে …এবং ভবিষ্যতে দারুন কাজে লাগবে এইটুকু বলতে পারি …… 
 like meundefined

আমার বাকী টিউন গুলো পডুন:————>>:

Level 3

আমি জিরো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য। একটা লক্ষ পুরণ হয়েগেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন……….ধন্যবাদ

এই টিউন নির্বাচিত না হলে আর টিউন করব না…

😐

Level 2

thank you for nich tune.

Level 2

aponi tune kore jan dekben aponar ojanate nirbacito hoye gese.

jotil 1ta tune…amr moto onek mobi uses der onek upokar hobee…tnx

আপনার দেয়া software গুলো সব আমার কাছে আছে কিন্তু বই গুলো নাই। বই গুলো ডাউনলোড দিলাম।
আর এত রাগ করেন কেন? সবার ভাল লাগলে টিউন নির্বাচিত হবেই। তাই বলে tt কে ছেরে যাবেন? tt এর সাথে থাকুন।আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন না একদিন
হবেই

bolar vasa ny. khuuuuuuuuub nice tunes.

bollai ki holo Je ame r tune korbo na? apnake obossoi tune korte hobe anyway nice tune love it….

khob valo hoise thanks vai chaliye jaben

ভাল জিনিসের জন্য ধন্যবাদ।
আমাদের ছেড়ে কোথায় যাবেন
যেতে চাইলেই কি যাওয়া যায়
125MB চেয়ে কম ভাল মানের DVD, DVDRip মুভি ডাইনলোড এর কিছু সাইট

Level 0

অসাধারন টিউন। অবশ্যই নির্বাচনযোগ্য। নির্বাচিত যদি নাও হয়, আর আপনি যদি টিউন না করেন, হাজার পাঠক বঞ্চিত হবে। আপনার মতো টিউনার দের টিউনের জন্যই টেকটিউন আজ টিকে আছে গৌরবে, শীর্ষে। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

ভাই দারুন টিউন করেছেন ধন্যবাদ । আর এত রাগ করেন কেন ভাইজান?যে কোন ভাল কাজের মূল্যায়ন হবেই হবে,একদিন আগে আর পরে। এগুলো কিন্তু আমার উপদেশ নয় সত্যি কথা।

Level 0

অনেক সুন্দর

Level 0

Super like and love for this post.

Level 0

ভাইয়া আপনাকে ধন্যবাদ দেয়ার মত ভাষা আমার নেই । আর যেটা ভাল সেটা সব সময়ই ভাল যদি সেটা আড়ালে থাকে তারপরেও ভাল ।
অপ টপিকঃ ভাইয়া একটা ওয়েব সাইট বানায়া ফেলেন ।

ভালো লাগলো আপনার টিউনটি। আশা করি এই টিউনটা আমার মত অনেকেরই উপকারে আসবে……………
ভালো কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে বলুন?????
তবে নির্বাচিত না হলেই আমাদের ছেড়ে যাবেন এমন ভাবনাটা বোধ হয় ঠিক হচ্ছে না। দয়া করে তা পরিহার করুন।
ভালো যে কোন কাজের স্বীকৃতিকে মনের আনন্দ দিয়ে মুল্যায়ন করুন। দেখবেন তাহলে আমরা সকলেই এর সুফল পাব।

আরেকটা ব্যাপার আপনি যেহেতু সিম্বিয়ান সংক্রান্ত + শিক্ষামুলক টিউন করেছেন তাই আপনি চাইলে এই উচ্চারণসহ ডিকশনারির পোষ্টটি(www.techtunes.io/mobileo/tune-id/57560/) আপনার পোষ্টে যোগ করে দিতে পারেন।
ভালো থাকবেন……
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    bai 2no file ta private dakai,3no file ta download failed bola,ami mobile dia browse kori,opera mini,bai ki korbo,taratari bolen…pls

আপনার সব টিউন অত্যন্ত উপকারী। তবে একটা Advice দয়া করে আপনার লেখাগুলোতে রং বে রঙ্গের জলছাপ না দিয়ে সুন্দর, হালকা কোন ছাপ দেবেন যা বাহ্যিক সুন্দর্য বজায় রাখে। নানা রঙ্গের মার্কগুলোর জন্য বইগুলো অপরিছন্ন লাগে।
আবারো আপনার উদ্যোগের প্রশংসা জানাই। 😀

    দয়া করে উপরের লিঙ্কটা মুছে দিন

ইদানিং লক্ষ করছি বিভিন্ন ব্যা্ক্তি বিভিন্ন কমেন্ট , টিউন এর মাধ্যমে টিটিকে প্রভাবিত করার চেষ্টা করছে !! টিটির মডারেটর ভাইদের প্রতি অনুরোধ থাকলো তাদের কথাতে ভ্রুক্ষেপ না করে , আপনারা নিজস্ব সত্তা নিয়ে চলুন।


আমার মতো হাজার লাখো ফ্যান টিটির সাথে আছে , থাকবো

ভাই আপনার প্রত্যেকটা টিউন আমার প্রিয়তে আরো কিছু বই দেন মোবাইলে পড়ার জন্য। আমার মতো যারা চাকুরীর জন্য পরীক্ষা দিতে দেশে একপ্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে হয় তাদের জন্য এই ব্যবস্থা সবচেয়ে ভালো। আর যদি জার করতে পারেন তবে তো কথাই নেই।

Khub valo tune. Nirbachito hoar motoi tune. Tobe apni oi kotha ta na bollei valo hoto mone hoi.

ভাই nokia ছারা Sony ericsson/ samsung মোবাইলে কি পড়া যাবে?
আমি সনি আরেকসন মোবাইলে pdf reader পরি কিন্তু বাংলা বই লোড নেই না, শুধু ইংরেজী পরতে পারি,

Apnar tune er comment gulo age porlam.Apni i sottikarer hero.Tune ti nirbachito na kora hole valo ekta tune miss kortam.Erokom valo post kei nirbachito kora uchit.

    @মোঃ আসেফ হাবীব তিসাদ: থ্যাংকস তিসাদ ভাই… তবে এই সামান্য কাজের জন্য হিরু বলা ঠিক না …… আমার চাইতে বড় বড় টিউনারদেরকে আপনি কি বলবেন… যারা মাসের পর মাস আমাদের উপকারের জন্য নিজের গুরত্বপুর্ন সময় নষ্ট করে বিনা স্বার্থে অসংখ্য টিউন করে গেছেন… আমি তো টিউন করছি কয়েক মাস হল মাত্র…।

Level 0

ভাই আমার নকিয়া C3 সেটে কি এটা করা সম্ভব?? একটু সিষ্টেমটা বললে খুব উপকার হয়।

    @Amir: আমির ভাই আমার মনে হয় … আপনার মোবাইল টি জাভা সেট
    যদি অনুমান ঠিক হয় তাহলে আপনি নিচের সফটওয়্যার গুলো ট্রায় করতে পারেন
    জাভা (s40v1,2,3) সেটের জন্যঃ

    (কিছু কিছু বাংলা কিবোর্ডের সেট গুলোতে কাজ করে, বাকী গুলোর কথা বলতে পারি না)
    java all pdf reader .zip
    Download link: http://www.mediafire.com/?2rdrhg28137w3tn

Level 0

amar samsung galaxy pls kivabe korobo bolen

Tanvir By @ দারুন একটি টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

Awesome Tanbir vi……..

জিরো গ্রাভিটি ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার নিচের অন্য টিউন গুলোর জন্য ও গুলো আমার খুব কাজে লেগেছে। মোবাইলের টিউনটি আমার কোন কাজে আসেনি কারণ আমার মাল্টিমিডিয়া সেট নাই। তারপরও সংগ্রহে রাখলাম। ধন্যবাদ।

আমার দেখা টিটির রিসেন্ট যে সকল পোস্ট হচ্ছে তাদের মধ্যে আপনার পোস্ট সত্যি ই অসংখ্য ভিউয়ার বিশেষত যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের দারুন উপকারে লাগবে । আমি আমাদের এখানে যারা বিসি এস অ্যাসপিরান্ট রয়েছে তাদের বাংলা ব্যাকরণ অংশগুলি দিয়েছি ।তার যথেস্ট উপকৃত । খুব ভালো ।।

Level New

Thanks.Vlo laglo.

ভাই আপনার টিউনটা আমি প্রিয়তে নিতে পারছি না। আমি টিটিতে নিবন্ধিত তার পরও বলছে টিউন প্রিয়তে রাখতে নিবন্ধিত টেকটিউনার হোন।

Level 0

Khub Valo hoise

খুভ সুন্দর টিউন ,পড়ে খুভ মজা পাইলাম, টিটিতে টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমার মোবাইল হল নকিয়া এন 70 (Nokia N70) আমি কি আমার মোবাইল দিয়ে ঐ বই পড়তে পারব

আমাকে কেউ কি জাভা সেটের ইউনিকোড সাপোর্ট করে এমন কোন পিডিএফ রিড়ারের লিংক দিতে পারবেন…।।
আইফোন এর অ্যাডোব বা আন্য ভাল কিছু পিডিএফ রিড়ারের লিংক দরকার …।।যা আপনারা ইউজ করে দেখেছেন……
আমার কাছে কিছু রিড়ারের লিংক আছে কিন্তু আইফোন না থাকার কারনে তা যাচায় করতে পারছি না……।।
কারো কাছে যদি থাকে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন … আমি এই পোষ্টে আপনার রেফারেন্স সহ শেয়ার করে দিব…… এতে অসংখ্য ভিজিটরের উপকার হবে………………।।

Level 0

Vai,darul hoice

Level 0

valo k shobai valo bolle khub valo lage…..
Priyo te raklam.

Level 0

vai symphony T55 te e-book gulo ki pora jabe?

Level 0

Thank you.

vi, amon kono converter ki ase, ja die normal pdf ke mobile version pdf banano jay? thakle plz ektu janan. karon sob boi to r mobile version na. tobe apnar boi gulo sotti-e valo. thank you

অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক Thank you.
realy nice post

Bhai,Darrunnn!!!! Kintu bhai offline iPhone 4 e kivabe porbo…

Oh! Eto Valo/Sundor/Beautiful Tune Ami aage kokhono dekhini. Atodin-e amar mone holo je, TT te
jodi ‘thanks’ deoar moto keo thake tahole seta Apni…………

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…