আসসালামু আলাইকুম । সবাই ভাল আসেন।আমিও ভাল আছি। সিম্বিয়ান মোবাইল হ্যাক নিয়ে ধূম পড়ে গেছে। চারিদিকে শুধু হ্যাকিং আর হ্যাকিং । তাই ভাবলাম হ্যাকিং নিয়েই টিউন করি।। এ পদ্ধতিতে সেট অবশ্যই হ্যাক হবে।সার্টিফিকেট ছারাই হ্যাক করা সম্ভব।এখন আমি দেখাব কিভাবে হ্যাক করতে হবে । তিন মিনিট মাত্র (আমার হিসাব অনুযায়ী) আসুন শুরু করি। এই টিউন টি আগে করেছিলাম , কিন্তু কিছু সমস্যা থাকায় আবার আপডেট করলাম আপনাদের জন্য ।
প্রথমে নিচের ফাইল তিনটি ডাউনলোড করুন।
Symbian hack by Norton Security Thanks to CODeRUS.
১. প্রথমে আপনার সেট দিয়ে নিন । হার্ড রিসেট দিতে *#৭৩৭০# চাপুন।
২. এবার আপনার যদি নোকিয়া ই সিরিজ মোবাইল হয় তবে installation অথবা application manager এ যান । সেখান থেকে software installation all সিলেক্ট করুন । এরপর নিচের প্রকিয়া অনুসরন করুন
NortonSymbianHackLDD ফাইল টি মোবাইল এ ইন্সটল করুন।
ইন্সটল শেষে ওপেন করুন।
[বিঃদ্রঃ আপনার নরটন ওপেন করার সময় যদি লাইসেন্স এক্সপেয়ার ম্যাসেজ আসে তবে তা ঠিক করতে এখানে যান ।এরপর নিচের নিয়ম অনুসরন করুন।
আর যদি কোন সমস্যা না হয় তবে নিচের নিয়ম অনুসরন করুন
অপশন এ গিয়ে Antivirus >
Quarantine List যান
অপশন এ যান . Resotre all সিলেক্ট করুন
ইয়েস করুন।
RomPatcher ইন্সটল করুন ফোন অথবা মেমোরি কার্ড এ।
আশা করি গ্রীন রাইট এসেছে ।
এবার Install Server RP+ অ্যাপ্লাই করার চেষ্টা করুন ।
এখন আপনার install server লাগবে। কোন চিন্তা নেই। নিচে আপনার symbian OS অনুযায়ী ডাউনলোড লিংক দেওয়া আছে। যার যেরকম OS সে সেটা ডাউনলোড করুন। আপনার সিম্বিয়ান মোবাইলটি কোন OS তা দেখার জন্য নিচে দেখুন। তারপর আপনার install server টি ডাউনলোড করুন । মোবাইল ট্রান্সফার করুন। এক্সপ্লর ওপেন করুন।
এবার মেমরি কার্ড থেকে ইন্সটল সারভার কপি চরুন নিচের মতন [File >> Edit >>Copy]
C > Sys > Bin এ পেস্ট করুন।
RomPatcher ওপেন করুন । Install Server RP+ আবার অ্যাপ্লাই করার চেষ্টা করুন । যদি টিক আসে তাহলে কাজ শেষ। টিক না আসলেও সমস্যা নেই কারন Install Server কপি করা হয়েছে । আপনার মোবাইল ১০০% হ্যাক হয়েছে। এবার কোন Unsigned , crack , repack সফটওয়্যার ইন্সটল করে দেখুন কি চমক।
টিউনটি আপনাদের উপকারে আসলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসুন(বাংলা নাটক, মুভি ,সফটওয়্যার & more)
http://mediasoftbd.blogspot.com/
............................খোদা হাফেজ............................
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I have a decade of experience in the field of web development, during which I have honed my skills in various technologies and frameworks. My expertise primarily revolves around Laravel and WordPress, two popular platforms for building web applications and content management systems. In addition, I have a strong grasp...
nice tune.. Amar nokia e51 hack koresi. Kisudin theke built in web browser on hosche na.. You tube video dekha jasche na akhon. Plz help.