নিজের ইউটিউব চ্যানেলে অর্গানিক সাবস্ক্রাইবার আনার অভিনব কৌশল

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

ইউটিউব চ্যানেলে ভালো কনটেন্ট নিয়মিত পাবলিশ করার পরেও হয়তো চ্যানেল ভাইরাল হচ্ছে না। ভিডিওতে হাজারের ওপরে ভিউ হলেও সাবসক্রাইবার বাড়ছে না। প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ ইউটিউবার দের এমন সমস্যার সম্মুখীন হতে হয়। আর সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করলে মনিটাইজেশন অন করা সম্ভব হয় না। তাই প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে চ্যানেলের সাবসক্রাইবার বাড়ানোর জন্য।

আমি আজকে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার বাড়ানোর একটি ইউনিক উপায় বলে দেব। এই পদ্ধতিটি ফলো করলে আপনি অল্প সময়ের মধ্যেই অনেক সাবসক্রাইবার পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। আর সবগুলো হবে অর্গানিক সাবসক্রাইবার অর্থাৎ ফেইক জিমেইল থেকে একটা সাবসক্রাইবার-ও আসবে না।

এখানে কাজের প্রতিটি স্টেপ ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো। আপনাকে হুবহু এই স্টেপ গুলো ফলো করে কাজ করতে হবে।

১. আপনার মতো নতুন ইউটিউব চ্যানেল খুঁজে বের করুন

নতুন ইউটিউব চ্যানেল খুঁজে বের করুন

আপনার ইউটিউব চ্যানেলে অর্গানিক সাবসক্রাইবার বাড়ানোর জন্য প্রথমেই আপনার সমবস্থায় রয়েছে এমন ইউটিউব চ্যানেল গুলো খুঁজে বের করতে হবে। এদের সাথে আপনার একটি সাপোর্টিভ কমিউনিটি গড়ে তুলতে হবে। শর্তটা হবে এমন যে তাদের সাপোর্ট করলে তারা-ও আপনাকে সাপোর্ট করবে। এভাবে একে অপরকে সাপোর্ট করে একজন আরেকজনের সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম বাড়িয়ে দিতে পারবেন।

তাই ইউটিউবে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে সময় দিন। একদম নতুন চ্যানেল খুঁজে বের করুন। প্রতিদিন কমপক্ষে ১০ টি নতুন ইউটিউব চ্যালেন খুঁজে বের করার চেষ্টা করুন। এভাবে একটি সাপোর্টিভ কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করুন।

২. নতুন চ্যানেল খুঁজে বের করে সাবস্ক্রাইব করুন

নতুন চ্যানেল খুঁজে বের করে সাবসক্রাইব করুন

একে অপরকে সাপোর্ট করা মানে একে অন্যের চ্যানেল সাবসক্রাইব করা। অর্থাৎ আপনি কারো চ্যানেল সাবসক্রাইব করবেন তার বদলে সে-ও আপনার চ্যানেল সাবসক্রাইব করবে। তাই নতুন চ্যানেল খুঁজে বের করে আপনি ঐ চ্যানেলের কয়েকটি ভিডিও ভিউ করে অবশেষে চ্যানেলটি সাবসক্রাইব করে ফেলবেন। বিনিময়ে আপনার চ্যানেলেও একটি সাবসক্রাইব বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

প্রাথমিক অবস্থায় ইউটিউব চ্যানেল খুললে প্রত্যেকেই নিয়মিত চেক করে যে তার চ্যানেলে নতুন কোনো সাবসক্রাইবার এলো কিনা। নতুন কোনো টিউমেন্ট এলো কিনা। তাই আপনি কোনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে তা খুব সহজেই ঐ চ্যানেলের মালিকের চোখে পড়বে।

৩. সাবস্ক্রাইব করা চ্যানেলের যে কোনো একটি ভিডিওতে Post করুন

চ্যানেলের যে কোনো একটি ভিডিওতে টিউমেন্ট করুন 

সাবসক্রাইব করা হয়ে গেলে আপনি ঐ চ্যানেলের যে কোনো একটি ভিডিওতে টিউমেন্ট করে জানিয়ে দিন যে আপনি তাকে সাপোর্ট করেছেন। অর্থাৎ তার চ্যানেলটি সাবসক্রাইব করেছেন এবং তারপরিবর্তে আপনিও সাবসক্রাইব আশা করছেন৷ চ্যানেলের মালিক যখন দেখবে তার সাবসক্রাইবার এর সংখ্যা একটি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আপনার কমেন্টটিও দেখবে তখন সে পুরো বিষয়টি বুঝতে পারবে। ফলে ঐ চ্যানেলের মালিকও আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করবে।

কিন্তু অবশ্যই টিউমেন্ট বক্সে আপনি সরাসরি বলবেন না যে তার চ্যানেলটি সাবসক্রাইবা করা হয়েছে এবং আপনার চ্যানেল সাবসক্রাইব করার আশা করছেন। এতে করে চ্যানেলের দর্শকদের কাছে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হবে। তাই টিউমেন্ট এমন ভাবে করতে হবে যাতে চ্যানেলের মালিক আপনার ইঙ্গিত বুঝতে পারে এবং আপনাকে সাপোর্ট করতে পারে। এখানে বেশ কয়েকটি কেমন্ট এর উদাহরণ উল্লেখ করা হলো।

  1. আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে। পাশে আছি পাশে থাকবেন।
  2. ভালোবেসে চ্যানেল টি ঘুরে দেখলাম। আমার চ্যানেলে দাওয়াত রইলো।
  3. আপনার নতুন পথযাত্রায় শুভকামনা রইলো। আমার জন্যও দোয়া করবেন।
  4. কয়েকটি ভিডিও দেখলাম। ভালো লাগলো তাই সাপোর্ট করে গেলাম। আপনার সাপোর্ট আশা করছি।
  5. পাশে আছি। আশাকরি, পাশে থাকবেন। ধন্যবাদ।

এই টিউমেন্ট গুলো ব্যবহার করতে পারেন। চাইলে আপনি নিজে থেকে-ও বিভিন্ন টিউমেন্ট এমন কৌশল করে লিখতে পারেন। এভাবে খুব সহজেই একে অপরকে সাপোর্ট করার মাধ্যমে আপনার নতুন চ্যানেল টি Grow করতে পারেন।

শেষকথা

আশাকরি আজকের আইডিয়া টি আপনাদের জন্য উপকারী ছিল। এটা কিন্তু একদম নতুন ইউটিউবার দের জন্য। যাদের চ্যানেলে একদমই সাবস্ক্রাইবার নেই এবং চ্যানেলে একদমই রিচ নেই তারা এই পদ্ধতিটি অবলম্বন করে নিজের চ্যানেলে সাবসক্রাইবার বাড়িয়ে নিতে পারেন। মজার বিষয় হলো এখানে আপনাকে সময় ছাড়া আর কিছুই খরচ করতে হবে না।

টিউনটি ভালো লাগলে একটি জোসস করে দিবেন প্লিজ। আর কোনো বিষয়ে কনফিউশন থাকলে টিউনমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন নতুন আইডিয়া পেতে ও অনলাইন আয় সম্পর্কিত টিপস পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস