কয়েকদিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলল যে, সে তার নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করার প্রিপারেশন নিচ্ছে। এবং অনেক টাকা পয়সা খরচ করে নানান রকমের জিনিসপত্র সে কিনেছে। এবং সে চাচ্ছে আমি যেন তার ইউটিউব চ্যানেল টা খুলে দেই। কারণ তার বিশ্বাস, আমি খুলে দিলে তার চ্যানেলটা প্রফেশনাল হবে। এবং খুব দ্রুত ইম্প্রুব করবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আসবে। তখন আমি তাকে বললাম যে ভাই, আপনি কি জানেন আমার প্রথম চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার আনতে আমার এক বছর টাইম লেগেছি্ল। সে তারপর ও বলে তার চ্যানেল টা আমাকে খুলে দিতে হবে। আমার হাতে কি এমন প্রফেশনাল জাদু আছে, যেটা দিয়ে খুললে চ্যানেল তাড়াতাড়ি ইম্প্রুব হবে। তখন আমি তাকে বেস্ট প্রফেশনাল কোন চ্যানেল খোলার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় সেগুলো বলতে লাগলাম। সেগুলো যদি শুরু থেকেই কনসিডার না করেন তাহলে ভবিষ্যতে গিয়ে কিছু কম্প্লিকেশন অ্যারাইজ হতে পারে। সেজন্য আজকে তার বদৌলতে আমরা দেখবো ২০২২ সালে এসে যদি আপনি নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করতে চান তাহলে সেই চ্যানেলটি কিভাবে খুলবে এবং খোলার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে তা নিয়ে আমার আজকের এই টিউন টি। আমি ধাপে ধাপে টিউটোরিয়াল টিউন করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
১. জিমেইল একাউন্ট খোলা :
চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। যদি না থাকে তাহলে জিমেইল ডট কমে গিয়ে একটা জিমেইল একাউন্ট খুলতে হবে। প্রথমে জিমেইল ডট কম এ এ প্রবেশ করবেন। তারপর ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন। তারপর ফার্স্ট নাম, লাস্ট নাম, ইউজার নাম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বার ও রিকভারি ইমেইল না দিলেও চলবে। আপনি পরবর্তীতে চাইলে মোবাইল নাম্বার এবং রিকভারি ইমেইল যোগ করতে পারবেন। এখন আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন। এরপর প্রাইভেসি এবং টার্মগুলো ভালোভাবে পড়ে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। তারপর সরাসরি আপনাকে একটি জিমেইলের ইনবক্সে নিয়ে যাওয়া হবে। এটি আপনার ইমেল আইডি। আপনার ইনবক্সে গুগলের যে মেইলটি আসবে সেটির সবার নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। নিচে দেওয়া স্ক্রিন শটগুলো ধাপে ধাপে ফলো করুন।
২. ইউটিউব এ লগইন :
এরপর আপনি ইউটিউব ডট কম এ যাবেন। তারপর সবার উপরে ডানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন গুগলের চুজ এন একাউন্ট অপশনটি আসবে। সেটির মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ইমেইলটি দিতে পারেন অথবা নতুন যে ইমেইল আইডি খুলেছেন সেটা দিতে পারেন। আমি এইমাত্র যে নতুন ইমেইল আইডি ওপেন করলাম সেটি দিয়ে লগইন করছি। তারপর আপনি আপনার ইমেইলের পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে নেক্সট এ ক্লিক করবেন। নিচে দেওয়া স্ক্রিন শটগুলো ধাপে ধাপে ফলো করুন।
৩. চ্যানেল খোলা :
এরপর ইউটিউব ডট কম এর সবার উপরে ডানে প্রোফাইল পিকচারে ক্লিক করে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। এরপর আপনি আপনার চ্যানেলের নাম দিবেন এবং চ্যানেলের নামের সাথে মিলিয়ে রেখে একটি প্রোফাইল পিকচার দিবেন। এরপর আপনি হ্যান্ডেল অপশনটি দেখতে পাবেন। এখানে হ্যান্ডেল অপশনে অটোমেটিক ইউটিউব হ্যান্ডেল আইডি দিয়ে দেয় এরপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন।
৪. কাস্টমাইজ চ্যানেল :
তারপর আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। এরপর আপনি ইউটিউব ক্রিয়েটরের স্টুডিওর ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
।
এখন অনেকেই প্রশ্ন করবে যে, ভাই আমার তো অলরেডি চ্যানেল একটা খোলা আছে। আমি কি ওইটা থেকে কাজ শুরু করব নাকি নতুন করে খুলে নেব। এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যদি অলরেডি চ্যানেল খোলা থাকে। তাহলে আপনি ওই দিনেই শুরু করে দিন। নতুন চ্যানেল খোলার কোন দরকার নেই। আমার এই কথাটি আর একটি বিশ্বাসযোগ্য করার জন্য আপনাদেরকে বলি আমার প্রথম চ্যানেল কিন্তু ২০১২ সালে খোলা। এরপর আমি দীর্ঘদিন ভিডিও দেইনি এবং.৫ বছর পর ভিডিও দেয়া শুরু করেছি। নতুন হোক অথবা পুরোন হোক আপনার যেটা আছে অলরেডী সেটা দিয়ে শুরু করতে পারেন। আর যাদের চ্যানেল নাই, নতুন করে শুরু করবেন। তো বন্ধুরা, আজকের টিউনটির জন্য একটা জোশ করে দিবেন। আর আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।