হ্যালো, ইউটিউব কিভাবে ইনকাম করে, ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়, ইউটিউব থেকে আয় করার উপায় যদি জানতে চান তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।
বর্তমানে সারাবিশ্বে ইউটিউব সাইটটি খুবই জনপ্রিয়। যেকোনো ভিডিও সার্চ করে সহজেই ইউটিউবে দেখা যায়। কোনো কিছু জানার জন্য ইউটিউবেই আমরা আগে সার্চ দেই। অনেকে আবার এই ইউটিউব কে নিজের পেশা হিসেবে নিয়েছেন। আয় করছেন মাসে হাজার থেকে লাখ টাকা।
অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে ইউটিউব৷ ইউটিউব থেকে আয় করা খুবই সহজ। ইউটিউব থেকে আয় করতে হলে আপনার সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। চ্যানেল খোলার পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব থেকে আয় করতে হলে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে৷ আপনার চ্যানেলটি মনিটাইজ হলে ইউটিউব আপনার চ্যানেলের ভিডিও তে বিজ্ঞাপণ দেখাবে। আপনার ভিডিও তে বিজ্ঞাপণ দেওয়ার বিনিময় ইউটিউব আপনাকে টাকা দিবে। মুলত ইউটিউব থেকে ইনকাম করার উপায়ই হলো গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স হলো ইউটিউব থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এছাড়া আপনি স্পন্সরড করে আয় করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন কোম্পানির পন্যকে টাকার বিনিময় আপনার চ্যানেলের ভিডিও তে প্রোমোট করে আয় করতে পারবেন। বর্তমানে অনেক ইউটিউবার এই উপায়ে ইনকাম করছে। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন।
ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হলে আপনাকে ইউটিউবের দেওয়া মনিটাইজেশন মানতে হবে। আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে, আপনার চ্যানেলে ৪ হাজার ঘন্টা ভিউ ওয়াচ টাইম থাকতে হবে। কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না। ইউটিউবের কোনো গাউডলাইন অমান্য করা যাবে না। এগুলো নিয়ম পুরন করলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং আয় করতে পারবেন। এসব নিয়ম পুরন না করলে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন না। মনিটাইজ করার পর ইউটিউব আপনার ভিডিও গুলো তে অ্যাড বা বিজ্ঞাপণ দেখাবে আর আপনি আয় শুরু করতে পারবেন।
আপনি হয়তো কখনো ভেবেছেন ইউটিউব কিভাবে আয় করে বা ইউটিউবের আয়ের উৎস কি? তাহলে শুনুন, ইউটিউব আয় করে বিজ্ঞাপণ বা অ্যাড থেকে৷ যখন আপনি কোনো ভিডিও দেখেন তখন নিশ্চয়ই ভিডিও এর মাঝে এড দেখেন, এই ভিডিও থেকেই ইউটিউব চ্যানেলের মালিক ও ইউটিউব আয় করে থাকে। বিশ্বের বড় বড় কোম্পানি তাদের পন্যের অ্যাড গুলো ইউটিউবকে তাদের সাইটে দেখানোর জন্য টাকা দেয়। আর এভাবেই ইউটিউব হাজার কোটি টাকা আয় করছে।
ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় এটা নির্ভর করে Ads বা বিজ্ঞাপণের ওপর। আপনি হয়তো মনে করছেন যত বেশি ভিউ তত বেশি আয়। হ্যা ভিউ বেশি হলে ইনকামও বেশি হবে, কিন্তু আপনার ইনকাম আসে এড থেকে। অর্থাৎ কত হাজার জন আপনার ভিডিও টি দেখেছেন তার হিসেবে। আপনার ভিডিও টি যতজন দেখেছে, ততজনের কাছে বিজ্ঞাপণ প্রদর্শন নাও হতে পারে। কেউ ১লাখ ভিউতে ১০০ ডলার ও পায় না, আবার কেউ ২০-৩০ হাজার ভিউতে ১০০ ডলারও পায়। তাই ইউটিউব ভিউ এর ওপর টাকা দেয় না।
তাহলে আজকে আমরা জানলাম ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়, ইউটিউব কিভাবে ইনকাম করে, ইউটিউব চ্যানেল মনিটাইজ করার উপায় ও ইউটিউব কত ভিউতে কত টাকা দেয়
আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।