সার্চ রেংকে আপনার চ্যানেল সবার উপরে আনবেন যেভাবে- youtube

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন

সার্চ রেংকিংয়ের বিষয় বস্তু

আসসালামুআলাইকুম বন্ধুরা আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো সার্চ রেংকিংয়ে আপনার চ্যানেল সবার উপরে আনবেন কীভাবে। একই নামে তো অনেকগুলো চ্যানেল থাকতে পারে অথবা অনেক ভিডিও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সার্চ দিলে সবার উপরে কিভাবে আনবেন। সেই সকল বিষয় নিয়ে আজকের এই টিউনে বিস্তারিত জানাবো।  দেখুন অনেক সময় আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলি, খোলার পরে কয়েকটা ভিডিও আপলোড করার পরও দেখা গেল যে, আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটা ইউটিউবে সার্চ এ আসে না। অথবা এমন হতে পারে আমাদের চ্যানেলের নাম টা আমরা চেঞ্জ করে দিয়েছ, কিন্তু এখন নতুন নামে সার্চ করলেও আমাদের চ্যানেল টা পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন পাওয়া যাচ্ছে না এবং কিভাবে পাওয়া যাবে। সেই সকল বিষয় নিয়ে আজকের এই টিউনটি সাজানো হয়েছে। দেখুন একটা চ্যানেলকে সার্চ রেংকে আনার জন্য কয়েকটা বিষয় আপনাকে মানতে হবে। এমন কোন সেটিংস নাই যেটা অন করে দিলে আপনার চ্যানেলটা সার্চ রেংকিংএ সবার আগে চলে আসবে। কয়েকটা বিষয়ের উপরে আপনাকে পোকাচ করতে হবে। এইগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা সার্চ রেংকিংএ সবার উপরে চলে যাবে।

এক নাম্বার পয়েন্টঃ সার্চ রেংক
প্রথমে যেই বিষয়টা আপনাকে মানতে হবে সেটা হল আপনার চ্যানেলের ইউনিক নাম নির্বাচন করতে হবে। যখন একটা চ্যানেল এর নাম আমরা দি তখন ওই নামে যদি অনেক বড় বড় চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটার ঐ নাম যদি দেন। সে ক্ষেত্রে সার্চ করলে আপনার চ্যানেলটা আসবে না বা সবার নিচে আসবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার চ্যানেলের ইউনিক নাম নির্বাচন করতে হবে। যে নামে ইউটিউবে কোন চ্যানেল নাই বা থাকলোও ছোট চ্যানেল রয়েছে। আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন এ যাওয়ার পর ইউটিউবে সার্চ বারে কি আপনি সেই চ্যানেল এর নামটা লিখে সার্চ করবেন। যে নাম আপনার চ্যানেলের দিতে চাচ্ছেন। নাম লিখে সার্চ করার পরে যদি ওই নামে চ্যানেলগুলো প্রথমে যদি না আসে। সে ক্ষেত্রে কি করবেন উপর থেকে থিওরি ডট মেনু ক্লিক করবেন। এখান থেকে ফিল্টার এ ক্লিক করবেন। ফিল্টার এ ক্লিক করার পর এখানে যে টাইপ ওয়ালা একটি অপশন আছে সেটায় ক্লিক করবেন। আপনার টাইপ চ্যানেল সিলেট করবেন, চ্যানেল সিলেট করার পর এইবার দেখতে পারবেন ধারাবাহিকভাবে ওই নামে যতগুলো চ্যানেল ইউটিউবে রয়েছে প্রত্যেকটা চ্যানেল চলে আসবে। এখান থেকে দেখে নিতে পারবেন, কোন চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, কোন চ্যানেলের সাবস্ক্রাইবার কত। অর্থাৎ আপনি যে নামটা দিতে চাচ্ছেন এই নামে অলরেডি বড় কোন চ্যানেল আছে কিনা। যদি না থাকে তাহলে সেই নামটা আপনার চ্যানেলের নাম হিসেবে নির্বাচন করবেন।

দুই নাম্বার পয়েন্টঃ সার্চ রেংক
একটা চ্যানেলকে সার্চ রেংকিংয়ে নিয়ে যাওয়ার জন্য দুই নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হলোআপনার চ্যানেলের কি-ওয়ার্ড সেট করতে হবে। আপনার চ্যানেলের ভিতরে, আপনার চ্যানেলের নাম দিয়ে কয়েকটা কি-ওয়ার্ড যদি সেট করে দিতে পারেন। তাহলে ওই নাম লিখে যখন কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা ইউটিউব তুলে ধরবে। আপনার চ্যানেলে কি-ওয়ার্ড সেট করার জন্য আপনার চ্যানেলে চলে আসতে হবে। মোবাইল দিয়ে আসলে আপনি ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট টা অন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে উপরে ডান পাশে এখানে চ্যানেল এর লোগো তে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ইউটিউব স্টুডিও তে ক্লিক করে দিবেন। যখন আমরা আমাদের চ্যানেলের ইউটিউব স্টুডিও ভিতরে চলে যাব, ইউটিউব স্টুডিওতে  আসার পরে একদম নিচে বাম পাশে কর্নার এখান থেকে আমরা সেটিংস এ চলে যাব। সেটিংস এ আসার পরে এখান থেকে আমরা চলে যাব চ্যানেলের ভিতরে। যখন চ্যানেলের ভিতরে চলে যাব তখন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন কিওয়ার্ড একটা অপশন রয়েছে। এখানে আপনার কীবোর্ড সেট করা নাই। যদি আপনি পূর্বে কি-ওয়ার্ড করে না থাকেন, তখন এখানে খালি পেজ দেখা যাবে। তখন খালি পেজে আপনার চ্যানেলের নাম রিলেটেড কয়েকটা কিওয়ার্ড সেট করুন। এবং আপনার চ্যানেল রিলেটেড অনেকগুলো কি-ওয়ার্ড সেট করুন। ভুলবাল নানান ধরনের কি-ওয়ার্ড সেট করুন যাতে কোন মানুষ ভুলবাল সার্চ দিলেও আপনার চ্যানেলটা আগে চলে আসে। কমপক্ষে ১০০টা কি-ওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন।

তিন নাম্বার পয়েন্টঃ সার্চ রেংক
আপনার চ্যানেলকে সার্চ রেংকিংয়ে সবার উপরে তুলে ধরার জন্য তিন নাম্বার যে পয়েন্টে রয়েছে। সেটা হলো আপনার ভিডিও এর ডিস্ক্রিপশন, ভিডিও ট্যাগ এবং চ্যানেলের অ্যাবাউটে আপনার চ্যানেলের নাম ব্যবহার করতে হবে। আপনার চ্যানেল যতদিন সার্চ রেংকিংয়ে না দেখা যায় ততদিন চেষ্টা করবেন যে, আপনার প্রত্যেকটা ভিডিও এর ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম দিয়ে দিয়ে দিবেন।

লেখকের কথা

আশাকরি টিউনটি আপনাদের ভালো লেগেছে টিউনটি ভালো লাগলে টিউনটাকে জোসস দিবেন টিউমেন্ট করবেন এবং এরকম আরো টিউন পেতে ফলো করুন। ধন্যবাদ।

(আসসালামুয়ালাইকুম)

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস