অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। অনলাইন থেকে ইনকাম করার অনেক উপায় আছে। তার মধ্যে সেরা উপায় হলো, ব্লগিং, ফ্রিল্যান্সিং, ইউটিউব।
ইউটিউবিং হলো বর্তমান সময়ের অনলাইন থেকে ইনকাম করার সেরা প্লাটফর্ম। ইউটিউব থেকে বর্তমানে অনেক তরুন- তরুনী হাজার হাজার থেকে
লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ইউটিউব থেকে আয় করা খুবই সহজ। চলুন জেনে নেয়া যাক কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়।
ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার ইউটিউবে একটি চ্যানেল থাকতে হবে। চ্যানেল ক্রিয়েট করা ছাড়া আপনি আয় করতে পারবেন না। চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটি কে মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করা ছাড়া আপনি আয় করতে পারবেন না।
মনিটাইজেশন কি?
মনিটাইজেশন হলো গুগল ও ইউটিউবের একটি এডস্যান্স দেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ইউটিউব আপনার ভিডিও তে এড দেখাবে। এই এডের মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন। ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার কিছু নিয়ম আছে। আপনাকে এই নিয়মগুলো পুরন করতে হবে। তাহলেই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। আর আপনি আয় করতে পারবেন। ইউটিউব মনিটাইজেশন পাওয়ার উপায় গুলো হলো ১। আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে। ১০০০ সাবস্ক্রাইব পুরন না হলে আপনি মনিটাইজ পাবেন না। ২। আপনার চ্যানেলের ৪০০০ ঘন্টা ভিউ৷ ওয়াচটাইম থাকতে হবে। ৩। আপনার চ্যানেলে কোনো কপিরাইট থাকা যাবে না। অর্থাৎ অন্য কারো ভিডিও চ্যানেলে আপলোড করা যাবে না। কপিরাইট থাকলে ইউটিউব আপনার চ্যানেলে মনিটাইজেশন দিবে না। এগুলো পালন করলে আপনার চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন ও ইনকাম করতে পারবেন।
ইউটিউব থেকে কত টাকা আয় করা যায়?
ইউটিউব থেকে কত টাকা আয় করবেন এটা নির্ভর করে আপনার ভিডিও র ওপর। আপনার যদি ভিউ বেশি হয় এবং এড বেশি দেখা হয় তাহলে আপনি বেশি আয় করতে পারবেন। অনেকে ইউটিউব থেকে মাসে ২ ডলারও পায় না, আবার অনেকে ৬-৭ ডলার পায়। বর্তমানে অনেক ইউটিউবার রয়েছে যারা হাজার হাজার ডলার ইনকাম করছে মাসে। আপনিও পারবেন যদি আপনি আপনার চ্যানেলের পিছনে পরিশ্রম করেন। ইউটিউব থেকে ইনকাম বেশি করতে হলে আপনার চ্যানেলে প্রচুর ভিউ আসতে হবে। ভিউ আসার জন্য আপনার ভিডিও গুলো ভালো করে এসইও করতে হবে। এসইও ছাড়া আপনার ভিডিও ইউটিউব সার্চ লিস্টে শো করাবে না। ভিডিও তে ট্যাগ, টাইটেল থাম্বেনাইল ভালো করে দিতে হবে। এতে ইউটিউব বুঝবে আপনার ভিডিও টি কোন দর্শকদের কাছে রিচ করতে হবে। ভিডিও যত বেশি রিচ করবে আপনার ভিউ বেশি হবে।
ইউটিউব থেকে আয় করার বিভিন্ন উপায়।
ইউটিউব থেকে বিভিন্নভাবে আয় করা যায়।
১। গুগল এডস্যান্স হলো সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়। এর মাধ্যমে আপনার ভিডিও তে এড বসিয়ে আয় করতে পারবেন।
২। বিভিন্ন কোম্পানির পন্য কে টাকার বিনিময় প্রমোট করে আপনি আয় করতে পারবেন। এটাকে স্পন্সরড বলে। স্পন্সরড করে ২০-৩০ হাজার টাকা আয় করতে পারবেন।
৩। আপনার চ্যানেল যদি ১-২লাখ সাবস্ক্রাইব থাকে তাহলে চ্যানেল বিক্রি করে আয় করতে পারবেন।
এছাড়াও ইউটিউব থেকে আয় করার অনেকে উপায় আছে।
আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।