YouTube Short Video কি? কিভাবে ইউটিউবে Short Video আপলোড করবেন

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। কারন টেকটিউনসের সাথে থাকলে সবাই ভাল থাকে। আমি আপনাদের সাথে ভালো আছে। তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি নতুন টিউন। এটি মূলত ইউটিউবিং সম্পর্কিত। যারা ইউটিউবিং করেন অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ভিডিও আপলোড করেন তাদের জন্য ইউটিউব নিয়ে এলো আরেকটি নতুন ফিচার্স। তো আজকে আমি এটি নিয়ে আপনার সাথে কথা বলবো। এই ফিচারটির দ্বারা আপনি কি কি উপকার পাবেন তাও আমি আর্টিকেলে বলব। তাই সবাই ধৈর্য ধরে এ টিউনটি পড়তে থাকুন। অবশ্যই উপকৃত হবেন। তার আগে একটা কথা বলে রাখি মানুষ মাত্রই ভুল তাই আমারও ভুল হতে পারে। যদি টিউনে কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট এ আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং টিউনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগেই আমাদের জেনে নিতে হবে এই ফিচার্স টি কি?

এটির নাম হল ইউটিউব শর্ট (YouTube Short)। মূলত কয়েকদিন আগে ইউটিউব এই ফিচার্সটি যোগ করেছে। এর দ্বারা অনেক ইউটিউব চ্যানেল এখন মনিটাইজেশান পাচ্ছে খুব সহজেই। তো আজকে আমি এ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি সহজেই মনিটাইজেশন পাবেন তাও আমি এই টিউনে বলবো।

YouTube Short কি?

কিভাবে সর্ট ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ইনকাম করবেন তা জানার আগে আমাদের জেনে নিতে হবে এটি কি। এটি মূলত ইউটিউব এর একটি নতুন ফিচার্স যা মূলত নতুন ইউটিউবারদের জন্য তৈরি করা হয়েছে। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু মনিটাইজেশন করতে পারছে না তাদের জন্য এই ফিচার্রসটি। এর মাধ্যমে অনেক ইউটিউবার মাত্র এক মাসের মধ্যে তাদের চ্যানেল মনিটাইজেশন করে ফেলতে পারছে। আপনিও পারবেন। আপনি এক মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। অনেক আগেই ইউটিউব করতে দিত না হয়তোবা এরকম সুবিধা ছিল কিন্তু এরকম সুবিধা ছল না। এর জন্য  আপনাদের জেনে নিতে হবে কিভাবে আপনি আপনার চ্যানেলে ইউটিউব সর্ট ভিডিও আপলোড করবেন।

কিভাবে YouTube Short Video আপলোড করবেন

১. এর জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউব অ্যাপ এর মধ্যে। তারপর আপনি আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করা মাত্র আপনার মোবাইলের নিচের দিকে দেখবেন অনেকগুলো আইকন দেখা যাবে এর মধ্যে দেখবে একটিভ প্লাস আইকন রয়েছে সেখানে প্রথমত ক্লিক করবেন।

২. প্লাস আইকনে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেজ দেখতে পাবেন এবং সেখানে লিখা থাকবে ক্রিয়েট এ শর্ট। এখানে ক্লিক করবেন।

৩. তারপর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। সেই পেজ থেকে আপনার শর্টগুলো বানাতে পারবেন। এর জন্য প্রথমত আপনার ওই পেজটি ওপেন হয়ে গেলে সেখানে আপনি আপনার ভিডিওটি কত স্পিডে চালাতে চান এবং আপনার ভিডিওর মধ্যে কোন কোন গান আপনি সেট করতে চান কিংবা কোন কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেট করতে চান তা সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাবেন লেখা থাকবে একজাস্ট। এইখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর কালার এডিটিং করতে পারবেন। তো এসব করে নেওয়ার পর জাস্ট সিম্পলি আপনি লাল আইকনে ক্লিক করবেন।

৪. সেখানে ক্লিক করার পর আপনার ভিডিওটি সেখান হতে শুরু করবে এবং ভিডিও হওয়া শেষ হয়ে গেলে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। যেখানে আপনি আপনার ভিডিও সম্পর্কে ডিটেইলস এ কিছু লিখবেন অর্থাৎ আপনার ভিডিওর জন্য যা যা দরকার যেমন টাইটেল ডেসক্রিপশন ইত্যাদি যোগ করবেন এবং ওপরে দেখবেন লেখা থাকবে আপলোড। আপলোড লিখায় ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে।

তো বন্ধুরা আশাকরি আপনারা বুঝতে পেরেছেন এই ফিচার্স টি কি এবং কিভাবে আপনারা এই ফিচার্স টি ব্যবহার করবেন। আপনারা যদি চান তাহলে আমি আরো একটি নতুন টিউন করব যেটাতে আমি দেখাবো কিভাবে আপনি এই ফিচার্স টি দ্বারা খুব সহজে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। এর জন্য আপনি আমাকে অবশ্যই টিউমেন্ট করবেন এবং আমি আপনাদের প্রতিটি টিউমেন্টে রিপ্লাই দেবো। আপনাদের প্রত্যেকের টিউমেন্ট এবং লাইক এর ওপর নির্ভর করবে আমার পরবর্তী টিউন টি।

যদি এ টিউনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউনটিতে একটা লাইক দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউনটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই টেকটিউনসের সাথে থাকবেন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।

Level 4

আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নির্দেশনা [০১]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে।

টিউনে “এবং সেখানে লিখা থাকবে ক্রিয়েট এ শর্ট। এখানে ক্লিক করবেন।” এরপর

এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা যায় না।

করণীয়:

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে সকল এক্সট্রা লাইন ব্রেক রিমুভ করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।