কিভাবে খুব সহজেই ইউটিউবের এড গুলো বন্ধ করে দিবেন কোন প্রকার সফটওয়্যার ছাড়া

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

বর্তমানে ইউটিউব ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন প্রায় ভিডিওতেই এড আসে। যার কারণে আমাদের একটু হলেও সমস্যা হয় বা যে বিষয় ভিডিও দেখতেছি সেই বিষয় থেকে মন উঠে যায়। যেমন ধরুন আপনি একটি ওয়েব ডিজাইনের কোর্স দেখতেছেন দেখার সময় আপনার সামনে একটি এড চলে এসেছে যার ফলে আপনার কোর্সটির প্রতি মনোযোগ নষ্ট হবে। বর্তমানে কোন কোন ভিডিওতে প্রায় দুই থেকে তিনটা এডও দিয়ে থাকে যার ফলে ভিডিও দেখতে অনেক অসুবিধা হয়। শুধু ভিডিও এডই না ব্যানার এডও দিয়ে থাকে ইউটিউব ভিডিও গুলো তে। তাই আজকের টিউনে আলোচনা করবো কিভাবে এই এড গুলো বন্ধ করে দিবেন আপনার ইউটিউব থেকে। তবে শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি এই ট্রিকসটি শুধু মাত্র ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ব্যবহার করলেই হবে। আপনার কম্পিউটারে এই ট্রিকসটি ব্যবহার করতে পারেন আর যদি আপনি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে মোবাইলে থাকা যেকোন ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ব্যবহার করতে হবে।

 

ইউটিউবের এড গুলো বন্ধ করা অনেক সহজ। তার জন্য আপনাকে প্রথমে আপনার ব্রাউজারের উপরে থাকা ইউটিবের লিংকটির দিকে তাকাতে হবে।

উপরের ছবিতে আপনারা দেখতে পারতেছেন youtube.com/ লেখাটি রয়েছে। এটি হলো ইউটিউবের স্বাভাবিক লিংক, কিন্তু আপনি যদি এড বন্ধ করতে চান তাহলে নিচের ছবিটির দিকে তাকান।

আপনি যদি এই ছবিতে লক্ষ্য করেন তাহলে হয়তো লিংকের কোন পরিবর্তন দেখতে পাবেন না। কিন্তু এখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে তা হলো এখানে youtube.com লেখাটির পরে / এর আছে একটি. ডট ব্যবহার করা হয়েছে। এটি ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই ইউটিউবের এড বন্ধ করে দিতে পারবেন। এবার আপনি যে ভিডিওই দেখেন না কেন আপনার ভিডিও গুলোতে কোন প্রকার এড আসবে না। সবসময় একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন youtube.com এর পর. ডটটি থাকে।

আশাকরি টিউনটি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস