How to Make Business Cards in Word Business Card in Word

টিউন বিভাগ ইউটিউবিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 2

আমি আমি সুজন। owner, my free vector, dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আমি সুজন"। আমি এডুবি ইলেস্ট্রেটর এবং এমএস ওয়াড টিউটরিয়াল নিয়ে এসেছি এবং এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমার এই টিউটরিয়াল গুলো তৈরী করা হয়েছে নতুন এবং প্রেফেশনাল উভয়ের হন্য। আমার এই টিউটরিয়াল গুলো অতন্য সহজ এবং সবালিল ভাবে সজানো হয়েছে যাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিভাবে তৈরী করবেন এমএস ওয়াড দিয়ে কফিশপ লোগো?
এমএস ওয়াড দিয়ে খুব সহজে নিজে নিজেই খুব সহজে তৈরী করতে পারেন কফিসপ লোগো। হাই আমি সুজন আপনাকে স্বগতম আমাদের শিক্ষামূলক চ্যানেল Design Tech এ। হ্যা খুব সহজে আপনি আপনার বাসায় কিংবা অফিসে ল্যাপটপ অথবা মোবাইলে তৈরী করে নিতে পারেন আপনার প্রতিষ্ঠানের লোগো বিনা খরচে খুব সহজে। প্রথমে গুগল থেকে আপনানর মনপছন্দ মত একটি কফি আইকন (PNG)ডাউন লোড করে নিন এবং আপনার ড্রাইভে সংরক্ষন করুন। এবার আপনার কম্পিউটার অথবা মোবাইলে এমএস ওয়াড সফ্টওয়ারটি ওপেন করুন এবং এমএস ওয়াড আইকন/ফাইল-New-Blank Document- Create এ ক্লিক করুন এবং ডকুমেন্ট এর বাম পাশে ডাবল ক্লিক করুন এবং মার্জিন করুন .1 এবার ডকুমেন্ট সাইজে প্রবেশ করুন এবং কাষ্টম ডকুমেন্ট সিলেক্ট করুন এবং 5/3 ডকুমেন্ট নিন এবং ওকে করুন। Insert-Shapes-Text Box নিন এবং ডাউনলোড করা কফি আইকন Insert করুন। পুনরায় আরএকটি টেক্স বক্স নিন এবং এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন এবং কাষ্টম কালার থেকে কালার করুন। ব্যাস হয়েগেল খুব সহজে আপনার প্রতিষ্ঠানের লোগো।
এমএস ওয়াড সংক্রান্ত কোন প্রশ্ন এবং পরামশ থাকলে কমেন্ট করুন।
ধন্যবাদ।