অনেকে কমপ্লেন করে যে তার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তাই ভাবলাম বিষয়টি সবার জানা প্রয়োজন।
ইউটিউব রুলস অনুযায়ী সাবস্ক্রাইবার দুটি কারণে কমে যেতে পারে।
1.Closed accounts: These are accounts that were either closed by the user, or terminated by YouTube due to a policy violation.
১। অ্যাকাউন্ট বন্ধ হওয়া:- আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অ্যাকাউন্ট যদি কোন কারনে বন্ধ হয়ে যায়। তাহলে শেষ স্ক্রাবার আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে।
বিষয়টা একটু পরিষ্কার করে বললে যা দাড়ায়:- যারা সাবস্ক্রাইবার বিক্রি করে তারা বেশ কয়েকজন মিলে অনেকগুলি জিমেইল খুলে এই বিজনেস করেন। মনে করেন, 100 জন মানুষ ১০ টি করে জিমেইল অ্যাকাউন্ট করলে 1000 টি জিমেল হয়। এই বিষয়টি ইউটিউব রুলসের পরিপন্থী।
দেখুন ভাই গুগল আমার আপনার মত মাথা নিয়ে বিজনেস করে না। তাদের সিস্টেম মেনটেনেন্স এর জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে। আমার আপনার মত চোর ধরা তাদের কাছে কোন বিষয় না। তাই চুরি বিদ্যা ছাইড়া দেন।
এই চুরি/স্প্যামিং করার ফলে জিমেইল গুলো বন্ধ হয়ে যায়। এবং আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যায়।
Spam subscribers: Subscribers gained through artificial means, such as purchasing subscribers through a third party service.
স্পাম সাবস্ক্রাইবার্স :- এখানে উনারা ডিরেক্ট বলে দিয়েছেন আপনি যদি সাবস্ক্রাইবার কিনে থাকেন তাহলে আপনার একাউন্ট থেকে সাবস্ক্রাইবার রিমুভ করা হবে।
কেউ প্রশ্ন করতে পারেন আমি সাবস্ক্রাইবার ক্রয় করেছি কিন্তু সেটা ইউটিউব/গুগল কিভাবে জানে?
বিষয়টা আপনাকে আগেই বলেছি। যে আমার আপনার মতো চোর ধরা তাদের কাছে কোন বিষয় না।
তাই আমি আশা করব আপনারা যারা ইউটিউব কে দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন তারা কখনোই সাবস্ক্রাইবার ক্রয় করে ভুল করবেন না। এবং কি সাবস্ক্রাইবার কিনার চিন্তা মাথায়-ই আনবেন না।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে টিউমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব।
আমাদের পোস্টগুলি ভালো লাগলে টিউমেন্ট করে জানাবেন।
আর ইউটিউব এবং টেক রিলেটেড নতুন নতুন টিউন সবার আগে পেতে আমাদের গ্রুপে জয়েন করুন। এবং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করা উচিত। আপনার সমস্যার দ্রুততম সময়ে সমাধান পেতে আমাদের গ্রুপে জয়েন করুন। http://www.facebook.com/groups/techaide
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
#হ্যাপি_ইউটিউবিং 🙂
#happy_youtubing 🙂
#stay_home_stay_safe
আমি রাসেল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।