yahoo messenger এর v11 রিলিজ হয়েছে। আর এটি নিয়েই বিপদে পড়েছি। না আপডেট করতে পারছি, না নতুন করে ইনস্টল করতে পারছি! আমি আগে ভারশন ১০ ব্যবহার করেছি। এখন আপডেট করতে গিয়ে ইনস্টলের একেবারে শেষভাগে এসে নিচের এই এরর মেসেজ আসে, বলুনতো এখন আমি কি করি?
"The application has failed to start because its side-by-side configuration is incorrect. Please see the application event log or use the command-line sxstrace.exe tool for more detail."
আমি উইনডোজ ৭ ব্যবহার করি। এই side-by-side configuration জিনিসটা আবার কি?
application event log কোথা থেকে দেখব? আমার মাথাটাই খারাপ করে দিল।
প্রিয় টিউনার ভায়েরা একটু সাহায্য করুন, প্লিজ..
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
এই Error টি আসে যখন কোনও program ইনস্টল হওয়ার সময় এর জন্য প্রয়োজনীয় কোনও DLL file পাওয়া না যায়। Virus জনিত সমস্যা হতে পারে। অথবা Windows Update এর কোনও ফাইল ঠিকভাবে ইন্সটল না হওয়াতে ও হতে পারে।
এ ফাইল গুলো install করে দেখুন আশা করছি কাজ হবে।
1) Install the vcredist_x86.exe : http://www.microsoft.com/downloads/d…displaylang=en
2) Install msxmli.msi : http://www.microsoft.com/downloads/d…displaylang=en