আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনেকেই হয়ত জানেননা ,আমিও জানতাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
উপর এ ছবিতে দেখতে পাচ্ছেন প্রথম টা mentos candy। সবাই এই candy টা খেয়েছেন। সাদা রঙের candy ,১ টা ২ টাকা দাম, চুষে খেলে গলায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। দ্বিতীয় টা কোকাকোলা পানীয় বোতল। কোকাকোলা আর mentos এই দুইটা জিনিস কি কখনো একসাথে খেয়েছেন?
অথবা স্প্রাইট এবং mentos একসাথে খেয়েছেন? সাবধান খাবেন না। না খেয়ে বরং একটা এক্সপেরিমেন্ট করেন।
৬-৭ টা mentos স্প্রাইট অথবা কোকাকোলা ভর্তি বোতলে (১ লিটার অথবা ২৫০ মিলি. ও নিতে পারেন) ঢুকিয়ে দিন, বোতলের মুখ কিন্তু লাগাবেন না, এরপর বোতল টা উল্টিয়ে (খোলা মুখ নিচের দিকে)মাটিতে রাখুন অথবা সোজা রাখেন।
দেখেন কি হয়,আর এক্সপেরিমেন্ট করতে না চাইলে আমি একটা ভিডিও লিঙ্ক দিলাম পুরা ভিডিও টা দেখেন নিশ্চয় ভাল লাগবে।
ভিডিও তে diet coke এবং mentos এক্সপেরিমেন্ট করছে,কোকাকোলা এবং mentos হলেও হবে। এই দুটি জিনিস একসাথে খেয়ে ফেললে কি হত বুজতেই পারছেন।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
mojar experiment…..dekhi……..