ফেসবুকের বন্ধুদের লুকানো মেইল আইডিটা জেনে নিন !!!

ফেসবুকে সাধারণত সবার ইমেইল আইডিই লুকানো থাকে সবার ক্ষেত্রেই। তাই কেউ সেই আইডিটা দেখতে পারে না। তাই আজকে আমি যে পদ্ধতিটা বলবো তার মাধ্যমে আপনি আপনার বন্ধুর লুকানো মেইল আইডিটা জানতে পারবেন। এটা একটা সাধারণ ট্রিকস, অনেকেই জেনে থাকতে পারেন। এটা করতে আপনার ইয়াহু আইডি থাকতে হবে।

  • প্রথমে http://www.yahoo.com/ এ যেয়ে আপনার মেইলে যান।
  • তারপর Contact Tab এ ক্লিক করুন।

  • তারপর যে পেজ আসবে সেখানে লাল চিহ্নিত Impost Contact এ ক্লিক করুন। (যেকোনো একটায়)

  • তারপর নিচের মত পেজ দেখতে পাবেন। ফেসবুকের আইকনে ক্লিক করুন।

  • তারপর যে Window টি Open হবে সেখানে আপনার ফেসবুক আইডি দিয়ে Login করুন।

  • তারপর এই পেজটি আসবে। অর্থাৎ Contact গুলো Import হয়ে গিয়েছে। আমার আগেই আগের Contact Import করা ছিল তাই মাত্র ৪টি Contact নতুন করে যুক্ত হয়েছে। Done এ ক্লিক করুন।

  • তারপর Contact Page এর লাল চিহ্নিত জায়গায় দেখুন সেখানে আপনার বন্ধুর নাম ও মেইল আইডি Show করছে।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good Guru

অসাধারণ

Level 0

জতিল…।।ভাল লাগলো……।।

আমার ফেসবুকে ফ্রেন্ড ১৯৪ কিন্তু ইয়াহু ইম্পোরট করে ১২৪

ভাই একটা কথা বলি কিছু মনে কইরেন না। একটা জিনিস আপনি বহু জায়গায় পেতে পারেন হয় ইউটিউব, ব্লগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তাই বলে কি এটা কপি হয়ে যায় ???

ভাই একটা কথা বলি কিছু মনে কইরেন না। একটা জিনিস আপনি বহু জায়গায় পেতে পারেন হয় ইউটিউব, ব্লগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তাই বলে কি এটা ইউটিউব থেকেই নেওয়া বলা যাবে ??? তাছাড়া এটা এতই সাধারণ ট্রিকস যে সহজেই পারা যায়।

ভাই এইটা জানা ছিলো । ফোন নাম্বার দেখা যাবে কোন ভাবে?

jana chilo but kokhono mathay ase nai baparta….thanks

হ্যাঁ, জানতুম । আর সবাইকে জানানোর জন্য ধন্যবাদ ।

Level 0

very very thanksssssssssssssssss…

আন্ড্রইড মোবাইল দিয়ে হবে?