ওয়ার্ডপ্রেস শেখা কিভাবে আপনার আয়ের উপায় হতে পারে চলুন দেখা যাক

টিউন বিভাগ ওয়ার্ডপ্রেস
প্রকাশিত
জোসস করেছেন

ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে অনলাইন থেকে অর্থ উপার্জন করার নানান উপায় রয়েছে যেমন :

 
১. থিম কাস্টমাজেশন
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এর উপর ভালো দক্ষতা থাকলে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম এর মত মার্কেটপ্লেসগুলোতে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। 

 

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখার মাধ্যমে আপনি ঠিক কত টাকা উপার্জন করতে পারবেন তা বলা কঠিন তবে আপনি যদি একজন মোটামুটি দক্ষ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার হয়ে থাকেন তাহলে প্রতি ঘন্টায় $50 ডলার থেকে $200 ডলার র্পযন্ত ইনকাম করতে পারবেন।

 

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজারের কাজ হলো মূলত থিমগুলোকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এডিট করে ওয়েবসাইট তৈরী করে দেওয়া। 

 
২.থিম ডেভলপমেন্ট করে আয় 
ওয়ার্ডপ্রেস থিম তৈরি বা ডেভেলপ করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এমন বিভিন্ন উপায় রয়েছে যেমন : থিম তৈরী করে themeforest, TemplateMonster, Creative Market, WordPress Theme Directory মার্কেট এর মতো মার্কেটপ্লেসগুলোতে  বিক্রি করা, থিম তৈরী করে সরাসরি নিজের সাইটে বিক্রি করা, কাস্টমাইজেশন সার্ভিস দেওয়া বা ক্লাইন্টের সাথে চুক্তিতে থিম তৈরী করে দেওয়ার কাজ করা এমন ইত্যাদি উপায়ে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করে ইনকাম করা সম্ভব।

 

WordPress Theme Development কাজ শিখতে হলে আপনাকে HTML, CSS, Javascript, Jquery, Responsive Web Design, Php এবং WordPress Php Function এর উপর কাজ শিখতে হবে।

 
৩. প্লাগিন ডেভলপমেন্ট
Wordpress থিমের মতো ওয়ার্ডপ্রেস প্লাগিন তৈরী করে তা বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি করে টাকা ইনকাম করা সম্ভব। এছাড়াও ফ্রিল্যান্সিং ও আউটসোসিং মার্কেটপ্লেসগুলোতে প্লাগিন ডেভেলপমেন্টের সাভির্স দেওয়ার মাধ্যমেও টাকা ইনকাম করা সম্ভব।

Elementor, Wpbakery, Oxegen, Brizy এই ধরনের জনপ্রিয় পেইজ বিল্ডার প্লাগিনগুলোর উইজেট ডেভেলপমেন্ট কাজ শিখেও প্লাগিন ডেভলপার হিসাবে কাজ করা সম্ভব।

 
৪.ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেশন
ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেশন হল একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এক হোস্টিং প্রোভাইডার বা ডোমেইন থেকে অন্য ডোমেইনে সরানোর প্রক্রিয়া। এটি বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে, যেমন : হোস্টিং পরিবর্তন করা, সাইটটিকে একটি নতুন ডোমেইনে স্থানান্তর করা ইত্যাদি। এই ধরনের কাজ ওয়ার্ডপ্রেস শেখার মাধ্যমে সহজেই করা সম্ভব হবে।

 
৫.ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন 
ওয়ার্ডপ্রেস স্পিড অপ্টিমাইজেশান হল একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লোডের সময় উন্নত করার প্রক্রিয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সাইট দ্রুত লোডিং হলে ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো হয়।  সাইটের সার্চ ইঞ্জিন র‌্যাঙ্কিং বাড়ে এবং সাইট থেকে ট্র্যাফিক বাউন্স হওয়ার ঝুঁকি কমে আসে। এর উপর প্রচুর কাজ ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসগুলোতে পাওয়া যায় তাই ওয়ার্ডপ্রেস শেখা এবং অর্থ উপার্জন করার এটিও দারুন একটা সুযোগ।

 
৬.ওয়ার্ডপ্রেস সমস্যার সমাধান করে আয়
ওয়ার্ডপ্রেস সমস্যা সমাধান করার উপর যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি ক্লাইন্টকে wordpress error-fixing সার্ভিস প্রধান করতে পারেন। এছাড়াও বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করতে প্লাগিন তৈরী করতে পারেন এবং তা বিক্রি করতে পারেন। নিজের ব্লগ সাইটে তা নিয়ে লিখালিখি বা ভিডিও তৈরী করে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া নতুনদের এইধরনের কাজ শিখিয়ে কোর্স করানোর মাধ্যমে টাকা আয় করতে পারেন।

 
৭. ব্লগ সাইটকে মনিটাইজ করে ইনকাম 
নিজে একটি ব্লগ সাইট তৈরী করে সেখানে তথ্যবহুল লিখা-ছবি, অডিও -ভিডিও প্রকাশ করতে পারেন। এবং পরবর্তীতে ব্লগকে মনিটাইজ করে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পনসর কনটেন্ট, প্রোডাক্ট - সার্ভিস ইত্যাদি বিক্রি করার মাধ্যমে ইনকাম করা সম্ভব।

 

আশাকরি এখন বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস শেখার মাধ্যমে অসংখ্য উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করা সম্ভব।  

আরো পড়ুন :

➡️ 13টি সেরা টাকা ইনকাম করার ওয়েবসাইট

Level 0

আমি ইমরান হোসেন তারা। Founder, Goafta.com, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস