ভাইয়েরা আমি একটা সাইট বানাইতে চাইতেছিলাম এবং অবশেষে একটা তৈরি করলাম কিন্তু এখানে একটা সম্যা দেখঅ দিছে সেটা হল ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্টেশন করতে পাসওয়ার্ড সহ একটা ইমেল আসে কিন্তু আমার বানানো সাইটে রেজিস্টেশন করলে সেই ইমেইলটা আসে না কেন যে এমন হল বুঝতে পারতেছিনা দয়া করে কেউ যদি বলতেন কেন এবং কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আপনি একটু চেক করুন সাইটের ঠিকানা হলঃ http://techhaven.tk/wp-login.php?action=register
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েব হোষ্ট এর মেইলিং কিউতে সমস্যা অথবা মেইল স্পামে যাচ্ছে অথবা হোষ্টে মেইলের কিউ অনেক লম্বা হওয়ায় মেইল আসতে অতিরিক্ত দেরি হচ্ছে।
সম্ভাব্য সমাধানঃ
১. হোষ্ট চেঞ্জ করা(সম্ভব হলে পেইড হোষ্টে চলে যান। সাধারনত ফ্রী হোষ্ট গুলোতে পিএইচপি মেইল ঠিক মত কাজ করেনা)।
২. WP Mail SMTP প্লাগীনটা ইউজ করা তবে এক্ষেত্রে হোষ্টে পিএইচপি সাপোর্ট থাকতে হবে। এবং যেকোনো একটা gmail একাউন্টের সাথে SMTP দিয়ে সংযোগ থাকতে হবে।