আপনি কি ব্লগিং করতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। প্রথমে আপনাকে জানতে হবে ব্লগিং কি ও কেন ব্লগিং করা হয়, আপনি কেন ব্লগিং করবেন।
ব্লগিং হলো অনলাইন ওয়েবসাইটে লিখালিখি করা। সাধারনত যারা লিখালিখি তাদেরকে আমরা লেখল বলি। কিন্তু অনলাইনে লেখালিখি করাকে ব্লগিং বলে। যারা অনলাইনে ওয়েবসাইটে লিখে তাদেরকে ব্লগার বলে। বর্তমানে বিশ্ব অনেক ব্লগার রয়েছেন যাদের অনেকেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আপনিও যদি ওয়েবসাইট তৈরী করে লিখেন তাহলে আপনাকেও ব্লগার বলা হবে।
ব্লগ বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন - ব্যক্তিগত ব্লগ, সামাজিক ব্লগ, বিনোদন মুলক ব্লগ, শিক্ষা ব্লগ ইত্যাদি বিভিন্ন রকমের ব্লগ হয়ে থাকে।
আপনি কি জানেন ব্লগিং করে ইনকাম করা যায়। যদি না জানেন তাহলে জেনে নিন বর্তমানে অনেক ব্লগারাই ইনকামের জন্য ব্লগ করে। তাহলে আপনি কেনো পিছিয়ে রয়েছেন। অনেক ব্লগাররা এই ব্লগিং করে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করছে। আবার অনেকেই ব্লগ করে নিজেকে সফল হিসেবে গড়ে তুলেছেন।
এখন হয়তো আপনি ভাবছেন আমি কিভাবে ব্লগিং করব, কোথায় করব। তাহলে আপনাকে বলছি ব্লগিল চাইলে যে কেউ করতে পারে৷ আপনাকে আগে জানতে হবে আপনি কোন মাধ্যমে ব্লগিং করবেন এবং কি বিষয়ে ব্লগিং করবেন। বর্তমানে দুইটি মাধ্যম খুবই জনপ্রিয় যেমন - ১। গুগল ব্লগ ২। ওয়ার্ডপ্রস ব্লগ। আপনি যদি ব্লগ করে ইনকাম করতে চান তাহলে এই দুইটি মাধ্যমের যেকোনো একটিতে করতে হবে।
যদি আপনি ব্লগিং করতে চান তাহলে আপনার যেকোনো একটিতে শুরু করতে হবে।
গুগল ব্লগার হলো গুগলের নিজের সাইট। যেটা গুগল নিজে পরিচালনা করে। নতুন ব্লগারদের জন্য গুগল ব্লগার প্লার্টফর্ম একদম লাভজনক। এখানে আপনাকে ব্লগিং করার জন্য কোনো টাকা খরচ করা লাগবে না আপনি সম্পুর্ন বিনা টাকায় নিজের ব্লগ সাইট তৈরী করতে পারবেন। এই সাইটটি এমন ভাবে তৈরী করা হয়েছে যেন নতুন ব্লগাররা খুব সহজেই আয় করতে পারে।
আপনি যদি ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করেন তাহলে কিছু সুবিধা পাবেন। যেমন- আপনার ইচ্ছা মতো আপনি ব্লগটি পরিচালনা করতে পারবেন, থিম এবং প্লাগিন দিয়ে নিজের মতো করে ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটিকে সাজাতে পারবেন।
ব্লগিং শুরু করতে কোনো টাকা লাগবে না। আপনি চাইলে বিনামুল্য একটি ব্লগ সাইট তৈরী করতে পারবেন। তবে আপনার ব্লগ সাইটি কে যদি প্রফেশনাল করতে চান তাহলে কিছু টাকা ব্যয় করতে হবে। যেমন - আপনার ব্লগের জন্য ৮০০-১০০০ টাকার একটি ডোমেইন কিনতে হবে। ব্লগের ডাটাগুলোকে নিজের কাছে জমা করে রাখতে হলে হোস্টিং কিনতে হবে। ২জিবি-৫ জিবি স্টোরেজ হোস্টিং এর জন্য ১৫০০-৩০০০ টাকা খরচ করতে হবে।
সবশেষে ব্লগ কিভাবে শুরু করব ও ব্লগ থেকে কিভাবে আয় করব তা জানলাম। এখন আপনি নিজের ব্লগ নিজেই তৈরী করতে পারবেন। ব্লগ থেকে ইনকাম করতে আপনাকে পরিশ্রম করতে হবে৷ প্রচুর জ্ঞান অর্জন করতে হবে।
আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।