আমি ওয়ার্ডপ্রেস এ নতুন ব্লগার। তাই WordPress এক্সপার্টদের নিকট থেকে কিছু জিজ্ঞাসা রইল।
* WordPress হোস্ট করার জন্য ফ্রী হোস্টিং কি কি আছে? এবং এর মধ্যে কোন ফ্রী হোস্টিং সবচাইতে ভাল?
* SEO এর জন্য WordPress এ কি কি ভালো প্লাগিন আছে?
* Thesis থীম ফ্রীতে কথায় পাব? অথবা ডাউনলোড লিঙ্ক দিলে সুবিধা হয়। প্রিমিয়ার থিমগুলো ফ্রীতে কোথায় পাব?
* WordPress নিয়ে ভাল ভিডিও টিউটোরিয়াল এর সাইট কি কি আছে?
* আমি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে আছি। আমি আমার ক্লাস এর সবাইকে নিয়ে টেকটিউন্স এর মত একটা ব্লগ করতে চাই। যেখানে অনেক ইউজার নিজেদের নামে লগিন করে লিখতে পারবে। যেমন টেকটিউন্স এ প্রত্যেকের আলাদা আলাদা ড্যাসবোর্ড আছে এবং এডমিন সব নিয়ন্ত্রন করতে পারে। কিভাবে করব? ফ্রী হোস্টিং এ কি সম্ভব? কোন রেফারেন্স দিতে পারবেন?
* টেকটিউন্স কি থিম ব্যাবহার করছে?
ধন্যবাদ
আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম
আমি Carnivore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
free host ar jnne http://dhmart.info/ ata vhalo .. seo ar jnne plug in e giye add plu gin e SEO lokhe search dile peye jaben jeitar rating besi seita ke vhalo dhore niben ..akhanei one bhalo bhalo tutorial ase so khuje dekhun peye jaben ai site e