এই টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা adlinkfly 4.5.1 পেইড লিংক শর্টেনার ডাউনলোড করতে পারেন।
প্রথমত আপনারা সবাই এটা ভালো করেই জানেন যে লিংক শর্টেনার কি। এর পরেও আমি বলছি কারন যারা প্রযুক্তির জগতে নতুন প্রবেশ করছে তাদের এটা সম্পর্কে ভালো ধারোনা প্রোয়োজন। আপনি জেনে থাকলেও আবার পড়তে পারেন। হয়তো নতুন কিছু শিখতে পারবেন।
ইউআরএল শর্টনিং হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি কৌশল যা একটি ইউনিফর্ম রিসোর্স লোকেটার বা (URL)কে যথেষ্ট পরিমাণে ছোট করে দেয়। এটিতে এমন একটি পুনঃনির্দেশ কৌশল ব্যবহার করা হয় যার মাদ্ধমে ব্যবহারকারী রিডিরেক্ট হয়ে তার কাঙ্কিত পেজে যেতে পারে। উদাহরণস্বরূপ, URL "http://example.com/assets/category_B/subcategory_C/Foo/" সংক্ষিপ্ত করা যেতে পারে "https://example.com/Foo" এবং URL "http://example.com /about/index.html "সংক্ষিপ্ত করা যেতে পারে" https://goo.gl/aO3Ssc "।
প্রায়শই শর্টকৃত ডোমেনটি মূলটির চেয়ে ছোট হয়। এটি (SEO Friendly) হয় বলে ইউজার রা এটিকে সহযে মনে রাখতে পারে।
ইউআরএল শর্টিংয়ের অন্যান্য ব্যবহারগুলির মধ্যে অন্যতম
আরো অনেক কিছু।
এর অনেক কারণ আছে আমি প্রধান কারনগুলো উল্লেখ করছি
মূল সুবিধা গুলোই আমি তুলে ধরছি
স্ক্রিপ্টটি ফ্রি হোস্টিং এ চালাতে সমস্যা হতে পারে। তাই আমি সাজেস্ট করবো পেইড হোস্টিং ব্যবহার করতে
এই স্ক্রিপ্টে কোনো ভাইরাস নাই আমি বল্লাম। এখন আপনি বলবেন আপনার কথার গ্যারেন্টি কি?
এখন অনেক পপুলার অনলাইন ভাইরাস স্ক্যানার দিয়ে আপনি নিজে স্ক্যান করে দেখতে পারেন। এরকম অনেক অনলাইন টুল পেয়ে যাবেন। যেকোনো সোর্স থেকে ফাইল নিয়ে বা লিংক দিয়ে আপনি ভাইরাস চেক করে নিতে পারেন। আমি যে ভাইরাস চেক করেছি তার প্রুফ
আমি হাসান সরকার। Admin, Think After Infinity, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।