ঘরে বসে ফ্রি ৬ ঘন্টার প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়ুন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এর উপর

যারা ওয়েব সাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা কমবেশী ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সম্পর্কে জেনে থাকবেন। বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন একটি জনপ্রিয় পেশা হিসেবে বিবেচিত, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের কাছে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পেশার জনপ্রিয়তার মূলে রয়েছে ওয়ার্ডপ্রেস সিএমএস (যার জন্য থিম তৈরি করা হয়)। লাইভ স্টেটস অক্টোবর ২০১৪ এর হিসাব অনুযায়ী ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা ১১০ কোটি ছিল যার ৪৪.২৬% ওয়েবসাইটই ছিল ওয়ার্ডপ্রেসে তৈরি করা। সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেসের ব্যবহার বিশ্বজুড়ে যত  বাড়ছে তত বেশী এর থিমের ব্যবহারও বাড়ছে। তাই থিম কাস্টমাইজেশনর কাজের চাহিদাও বেড়ে চলেছে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কি?

ওয়ার্ডপ্রেস সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) মুলত একটি  ওয়েব সাইট বা ব্লগ সাইট তৈরি করার ওপেন সোর্স অ্যাপলিকেশন। যা দিয়ে যে কেউ তাদের ব্যক্তিগত বা কোম্পানির ওয়েব সাইট ও ব্লগ তৈরি করে নিতে পারেন খুব সহজে। তবে প্রত্যেক কোম্পানির রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট, তাই কোম্পানি গুলো চায় তাদের ওয়েব সাইট ইউনিক ও প্রোডাক্ট বা সার্ভিস অরিয়েন্টেড হোক। আর কোম্পানি গুলোর চাহিদা অনুযায়ী প্রতি বছর ৫০০ মিলিয়ন ইউএস ডলার মূল্যের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে থাকেন ডেভেলপারগণ।

কিভাবে ক্যারিয়ার গড়বো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে?

প্রতিদিন হাজার হাজার ওয়ার্ডপ্রেস থিম সেল হয় থিম মার্কেটপ্লেস গুলোতে। তবে গ্রাহকের চাহিদা অনুসারে সব গুলো থিম রেডি থাকেনা ওগুলোকে গ্রাহকের ডিমান্ড অনুসারে কাস্টমাইজ করে নিতে হয়। তাই ফ্রিল্যাসিং মার্কেটপ্লেস গুলোতে রয়েছে ওয়ার্ডপ্রেস থিম  কাস্টমাইজেশনের প্রচুর কাজ। সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ শিখে আপনি  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে সহজে ক্যারিয়ার গড়তে পারেন।

ভাবছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখবেন?

হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন হতে পারে আপনার পছন্দের কাজ। যারা ফ্রিল্যান্সিং বা ইন্টারনেটে ক্যারিয়ার গড়বেন ভাবছেন তারা বেঁচে নিতে পারেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনকে। তবে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্স করায়। তবে চিন্তার কারণ নেই এখন আপনি চাইলে ঘরে বসেই TanzilAcademy তে শিখতে পারেন প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্স।
৬ ঘন্টার কোর্স শেষ করলেই আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজে করতে পারবেন.কোর্স এর কোথাও কোনো কিছু বুজতে সমস্যা হলে আমাদের আছে সাপোর্ট.হতে পারে অনেক ধরা খাওয়ার পর এটাই আপনার সফলতার প্লাটফর্ম.

Course Link :

WordPress Customization in Depth Part 1 

WordPress Customization in Depth Part 2

Connect: Facebook Page, Facebook Group

Web site ; http://www.tanzilacademy.com

Level 0

আমি জনাব তানজিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Professional Freelancer.My Dream to Make a Freelancer in Bangladesh.So,Try My Best to Learning People.I have a E-Learning Company name Tanzil Academy.My Motto is Learning Without Limit


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস