এবার হাজির হলাম WordPress ডিজাইন এবং ডেভ্লাপমেন্ট এর একটি Full Tutorial নিয়ে!!

মোট ২০ টি পর্বে ভাগ করা হয়েছে আমার এই Wordpress ডিজাইন এবং ডেভ্লাপমেন্ট এর একটি Full Tutorial। যারা নতুন তাদের জন্য খুব Easy ভাবে তৈরি করা এই Tutorial আশা করি আপনাদের কাজে লাগবে। এত সহজ করে কেউ ফ্রী Wordpress ডিজাইন এবং ডেভ্লাপমেন্ট শিখাবে না আপনাকে।

কি আছে এই Tutorial Series এ? 

WordPress for Beginners 2017 | Introductory speech
01 What is WordPress and Why we learn WordPress
02 Prepare Your PC for Installing WordPress in Your local PC
03 Prepare Your PC for Installing WordPress in Your local PC Part 2
04 Default Fontend and Backend of WordPress
05 Backend Dashboard customization
06 How to create a new post in wordpress
07 How to customize post in wordpress
08 How to create catagories in wordpress
09 How to create tags and use of tags in wordpress
10 How to add media file in wordpress
11 How to create and customize a new page in wordpress
12 How to handle the comment and spaming of wordpress
13 WordPress theme customization part 1
14 WordPress theme customization part 2
15 Frontier Theme WordPress theme customization part 3
16 How to install and customize wordpress plugin Contact form 7
17 How to install and customize wordpress plugin Contact form 7
18 Create new user and export data import data etc
19 How to customize the setting of the wordpress

ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ও সাইট দেখে আমাদের কখনও না কখনও অবশ্যই ইচ্ছা হয়েছে নিজের একটা সাইট বা ব্লগ বানানোর। যেখানে আমি ভিজিটরদের দেখাতে পারতাম আমার প্রতিভা, আমার সৃষ্টি। তবে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে অনেকেরই সেটা করা হয়ে ওঠে না। কিসের মাধ্যমে ব্লগ বা সাইট বানাবো ? কীভাবে বানাবো ? কিভাবে এই ব্লগ বা সাইট ব্যবহার করবো ? এসব প্রশ্নের জবাব দেয়ার মানুষ না থাকায় ব্লগ বা সাইট বানানোর ইচ্ছা মাঠে মারা যায়। এসব সমস্যায় যাতে পড়তে না হয় সেজন্যেই আমার এ প্রচেষ্টা। আমি আপনাদের ব্লগ বা সাইট বানাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেব।

শুরু করা যাক...

ব্লগ বা সাইট যেটাই বানান আমি সাজেস্ট করব WordPress-কে। ব্লগিংয়ে জন্য সঠিক ভাবে ব্লগ ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজ সুবিধা ইত্যাদি খুঁটিনাটি বিষয় দরকার হয়। আর WordPress এগুলোর জন্য একদম পারফেক্ট।

কেন WordPress ব্যবহার করবো?

WordPress সম্পূর্ণ Open Source। এটা আমরা ব্যবহার করতে পারছি একদম ফ্রীতে। এরপরও এর সুবিধা হলো: নিজের একটা ফ্রী ডোমেইন আর কোন ফ্রী হোস্টিং থাকলেই এটা ব্যবহার করা যাবে।
প্রোগ্রামিং না জানলেও WordPress-এ খুব সহজে একটা সুন্দর ব্লগ বা সাইট বানানো যায়। ডিজাইন করাও অনেক সহজ, কোন কষ্ট ছাড়াই Google-এ সার্চ দিলে পাওয়া যাবে WordPress-এর প্রচুর থীম, পছন্দের একটা বেছে নিলেই হলো। আর যদি HTML, CSS, PHP ভালো করে জানা থাকে তাহলে তো নিজেই Theme ডিজাইন করা যাবে।

WordPress দিয়ে তৈরি সাইটে বা ব্লগে Catagory, Meta, Tag, Navigation যোগ করা যায়, Ping করা, h1 h2 h3 এর কার্যকর ব্যবহার করা যায়। এ ছাড়া আরও অনেক সুবিধা থাকার কারণে Search Engine Optimize করার ক্ষেত্রে WordPress সেরা। এবং এসব করা যাবে বিভিন্ন Plugin দিয়ে, কোডিং জানার দরকার নাই। আর WordPress-এর Plugin-এর কোন শেষ নাই, আছে হাজার হাজার Plugin।

আজ শুরু করছি প্রথম Tutorial দিয়ে

 আপনাদের ভাল লাগলে আমার কষ্ট সার্থক হবে। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস