ওয়ার্ডপ্রেস এ সাইট তৈরি করি [পর্ব-০১] :: কিভাবে আমরা ডোমেইন এবং হোস্টিং ফ্রি তে নিতে পারি

আসসালামু অলাইকুম। প্রিয় টেকটিউনবাসি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাদের টেকটিউনসের মতো এতো বিশাল বড়ো একটা ফ্লাটফর্ম আছে তারা কি আর খারাপ থাকতে পারে? খারাপ থাকার প্রশ্নই আসে না। অনেকদিন হলো কোনো টিউনই করি না। আর বর্তমানে টেকটিউনস্সের যে অবস্থা তাতে করে মানসম্মত টিউন করেও কোনো লাভ হয় না। ভালো কোনো রেসপন্স আসে না ভিজিটরদের কাছ থেকে। তাই কিছুদিন হলো নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলাম আর কি। অনেকদিন বাদে আবার আপনাদের সবার মাঝে ফিরে আসলাম। তো যাইহোক চলুন শুরু করা যাক আমাদের নতুন ধারাবাহিক টিউটোরিয়াল  এর ১ম পর্ব এর। আশা করি করি চেইন টিউন আকারে প্রকাশিত হবে প্রতিটি টিউটোরিয়াল।

ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল

ওয়ার্ডপ্রেস কিঃ

প্রথমেই আমাদের জানতে হবে ওয়ার্ডপ্রেসটা কি। এইটা নতুন যারা তাদের জন্য। পুরাতনরা তো সবাই  এতো দিনে বস হয়ে গেছে আমার ধারণা।  ওয়ার্ডপ্রেস টা হলো একটা ওপেন সোর্স ওয়েব সাইট যেটা তে আমরা বিনামুল্যে এবং টাকা উভয় ভাবেই আমাদের নিজেদের অথবা কোম্পানির জন্য সুন্দর ও উচ্চমানের ওয়েবসাইট বানাতে পারি।  বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জন্যপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার। এটি মূলত পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরী এবং নিয়ন্ত্রিত একটি ব্লগিং প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসের ব্যবহারের ক্ষেত্রে অনেক গুলো সুবিধা রয়েছে, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে দেখানো হবে। বর্তমান পৃথিবীর প্রায় ৭০ ভাগ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস ভিত্তিক। এইটা আমার কথা না। এইটা সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।  মুলত এর উম্মক্ত ফিচার এবং সহজ লব্ধ প্লাগইন্স এবং  থিমের কারণে এটি এতো বেশি জনপ্রিয়। এই ওয়ার্ডপ্রেস এ সাইট বানাতে গেলে আপনাকে কোনো প্রোগামার হতে হবে না। শুধু কম্পিউটার এর ব্যসিক জানা থাকলেই হবে। বাদ বাকি আমি আপনাদের দেখিয়ে দিবো কিভাবে কি করতে হয়।  তবে একটা কথা আপনি যদি প্রোগামিং বা কোডিং জানেন তাইলে আপনি চাইলে ইউনিক কাজ করতে পারবেন ভালো কাস্টমাইজ করতে পারবেন।  যাইহোক কোডিং জানা না থাকলেও কোনো সমস্যা নাই। আমি দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে একটি সুন্দর ওয়েবসাইট দাড় করানো যায়।

কারনঃ ব্যবহারকারীদের সুবিধার্তে ওয়ার্ডপ্রেসকে ওপেন সোর্স করে দেয়া হয়েছে যাতে যে কেউ সহজেই তার ইচ্ছামতো পরিবর্তন করে নিয়ে কাজ করতে পারে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি,মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরী করা সম্ভব। তবে হ্যাঁ, পেশাগত কাজের মান আনতে হলে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি সাথে মাইএসকিউএল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
সুবিধাঃ ওয়ার্ডপ্রেস সিএমএস প্যাকেজ সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অজস্র থীম,প্লাগইন পাওয়া যায় যা আপনার কাজকে করবে আর বেগবান। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ায় যেকোন তথ্য সহজেই হালনাগাদ করা যায়। এছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশেন ইত্যাদি।

প্রথমত, দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করা যায়।
১. ওয়ার্ডপ্রেসটা সাইট দিয়ে, নতুন ওয়েব সাইট তৈরী,ফ্রি ডোমেইন,ফ্রি হোস্টিং, ফ্রি ওয়েব ডেভলপমেন্ট সফটওয়ার ইত্যাদি।
২. ওয়ার্ডপ্রেসটা সাইট এর সফট ওয়ার দিয়ে (পি.এইচ.পি.+এইচ.এম.এল ছাড়া) ওয়েব সাইট লোকাল হোস্টে তৈরী করা যায়, যা অন্য যে কোন ডোমেইন, হোস্টিং সাইট এ ব্যবহার করা যাবে।

ওয়ার্ডপ্রেসটা সাইট এর সফট ওয়ার ব্যবহার করে, যেভাবে কাজ করা হয়, তা হলো,

১. লোকাল কম্পিউটারে বা নিজের পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে কাজ করা যায়।
২. রিমোর্ট/ওয়েব সার্ভারে বা ইন্টারনেট লাইন সংযোগ ব্যবহার করে, অন্যকোন সার্ভার ব্যবহার করে।

রিমোর্ট সার্ভার দু’ভাবে সেটআপ করা যায়:
১. সরাসরি সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে।
২. ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।

কিভাবে শুরু করবেনঃ
যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি এতক্ষনে যা কিছু বুঝেছেন তাতে যদি মনে হয আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট তৈরি করবেন তাহলে আপাতত আমার টিউনটি ফলো করুন। কথা দিচ্ছি আপনাকে ধাপে ধাপে ওয়ার্ডপ্রেস  এর মাস্টার্স বানিয়ে দিবো। তখন দেখবেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোটা আপনার কাছে হাতের  মোয়া হয়ে গেছে।
কিছু জিনিস লাগবে শুরু করার জন্য। নিচে উল্লেখ করে দিলাম। থাকলে ভালো না থাকলে এখনই তৈরি করে নিয়ে নিন।
প্রথমত, আপনার যেটা লাগবে সেটা হলো আপনার একটা জিমেইল একাউন্ট। আশা করছি বা ধরে নিচ্ছি আপনার  ইতিমধ্যে একটা ইমেইল এড্রেস আছে যেটার মালিক আপনি।
দ্বিতীয়ত, আপনার একটা কম্পিউটার (ডেক্সটপ, ল্যাপটপ) থাকতে হবে।
তৃতীয়ত,  অবশ্যই কম্পিউটারটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কেননা আমাদের পুরো কাজটুকু আমরা করবো অনলাইনে। তাই ইন্টারনেট কানেকশন থাকাটা খুবই জরুরি।
তারপর যেটা লাগবে সেটা হলো আপনার ধৈর্য আর পরিশ্রম। এই দুটির সম্বনয় করতে পারলেই আপনি তৈরি করতে পারবেন  একটি সুন্দর ওয়েব সাইট। এখন টিউনগুলো ফলো করতে থাকুন।

প্রথম পর্বঃ কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং নিতে হয়

আজকে আমরা প্রথম পর্বে দেখাবো কিভাবে আমরা সহজে ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং নিতে পারি। ওয়ার্ডপ্রেস সাইটের জন্য অবশ্যই একটি ডোমেইন এবং একটি হোস্টিং সাইট লাগবে। তাছাড় ডোমেইন হোস্টিং ছাড়াও কাজ করা যায়, সাইট তৈরি করা যায়। যেটা আসলে প্রোফেশানাল মানে কোনো কাজই হয় না। তাই আমরা কিভাবে প্রফেশানালী কাজ করতে হয় সেইটা দেখাবো। এজন্য আমাদের একটা ডোমেইন এবং একটি হোস্টিং লাগবে। যেহেতু আমরা কোনো টাকা ইনভেস্ট করবো না সেহেতু আমরা ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিবো। অনেক ফ্রি ডোমেইন এবং হোস্টিং সাইট আছে কিন্তু সবগুলোর সার্ভিস রেট খুব  একটা ভালো না। বা এগুলো কয়েকদিন পর সাইটগুলো ব্লক করে দেয়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছেঃ

ডোমেইন - ফ্রিনোম (Freenom.com)

ডোমেইন - ফ্রিনোম (Freenom.com)
ডোমেইন - ফ্রিনোম (Freenom.com)

হোস্টিং- জিরোজিরোজিরো ওয়েবহোস্ট (000webhost.com)

হোস্টিং- জিরোজিরোজিরো ওয়েবহোস্ট (000webhost.com)
হোস্টিং- জিরোজিরোজিরো ওয়েবহোস্ট (000webhost.com)

এছাড়াও এর দুটির মাঝে নেমসার্ভার এর কোনো সমস্যা নাই এবং ডোমেইন পার্ক করাও খুব সহজ। তাই আমরা আপাতত এই দুটি নিয়েই কাজ করবো।

বিস্তারিত সব কিছু আমার ভিডিও টিউনে দেওয়া আছে। দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন

বুঝতে কোনো সমস্যা হলে আমাকে ফেসবুক এ নক করতে পারেন

ফেসবুকে আমি

এছাড়াও চাইলে আমাদের গ্রুপ এ জয়েন করতে পারেন

গ্রুপ এইখানে

Level 2

আমি মামুন জোয়াদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মো: মামুন জোয়াদ্দার আপনাদের নিজে যা জানি তা জানাতে চাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর একটা মনে রাখবেন "বিজ্ঞান আমাদের দিয়েছে আরাম আয়েশ কিন্তু কেড়ে নিয়েছে আমাদের আবেগ।"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস