WordPress Contact Form 7 Customization Part 1

আসসালামুয়ালাইকুম সবাইকে,

ওয়ার্ডপ্রেস একটি বহুমুখী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা দ্বারা আপনি শুধু ব্লগ ওয়েবসাইট ছাড়া আরও অন্য অনেক প্রকার ওয়েবসাইট বানাতে পারেন। যেমন ইকমারস ওয়েবসাইট,বিজনেস ওয়েবসিতে,রিয়াল এস্টেট ওয়েবসাইট ইত্যাদি।

এই সকল ওয়েবসাইট এর মধ্যে কন্টাক্ট করার জন্য একটি Contact Us পেজ থাকে যেটাতে ভিজিটররা তাদের টিউমেন্ট প্রকাশ করে ওয়েবসাইট এর মালিক এর কাছে।

ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা সাধারনত যেসব প্লাগিন নিয়ে কাজ করি এই ফর্ম এর জন্য সেগুলোর মধ্যে Gravity form, Ninja form এবং Contact form 7 জনপ্রিয়।যেহেতু Contact Form 7 ফ্রী এবং সহজ ব্যবহার করার জন্য তাই আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা Contact form 7 ব্যবহার করবেন।

আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন করি কিন্তু একটা বেপারে সবসময় অজ্ঞত থাকেন সেটা হচ্ছে WordPress Contact form 7 প্লাগিন এর কাজ।

আমরা সাধারনত এই প্লাগিনটি ইন্সটল করে জাস্ট Shortcode টা নিয়ে পেজ এ বসিয়ে দেই। কিন্তু অনেকেই এই ফর্ম এর ইনপুট ফিল্ড গুলো কাস্টমাইজেশন করতে একটু প্রবলেমে পরি।

আরও কিছু বেপার আছে সেগুলো হচ্ছে মেইল এর ইমেইল সেটআপ তারপর ফর্মে পেপাল পেমেন্ট অপশন যোগ করা ইত্যাদি। আজকে আমি এই ভিডিও টিউটোরিয়াল গুলোতে দেখাব কিভাবে আপনি Contact Form 7 এর কাস্টমাইজেশন করবেন।

সৌজন্যে

ফেসবুক: https://www.facebook.com/princechowdhuryweb

গ্রুপ : fb.com/groups/heckberryit

Level 0

আমি প্রিন্স চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস