আপনার ই-কমার্স ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে তৈরি? আপনার প্রডাক্টের ওজন কি পাউন্ডে দিচ্ছেন, নাকি কিলোগ্রামে? যদি সম্ভাব্য ক্রেতার জন্য তা পরিবর্তনের একটি সুযোগ রাখতে চান, তাহলে এই প্লাগিনটি সাইডবার বা ফুটারে বসাতে পারেন। গ্রাম, কিলোগ্রাম, আউন্স, পাউন্ড ইত্যাদি যদি একটা হতে অপরটায় কনভার্ট করতে হয়, তাহলে “Weight Converter” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। খুব সহজে সমস্যার সমাধান হয়ে যাবে। নিচের ছবিটি দেখুন। পেজের ভিতর, সাইডবার বা ফুটারে যে কোন জায়গায় বসাতে পারবেন।
# আপনার ওয়ার্ডপ্রেস থিম যেরকম-ই হোক তাতে সমস্যা নেই। Weight Converter স্বয়ংক্রিয়ভাবে থিমের ডিজাইন, রঙ, পারিপার্শ্বিকতার সাথে ম্যাচ করে নিবে। সবাই ভাববে এটা থিমের অংশ। এটা যে আলাদা কোন প্লাগিন দিয়ে করা হয়েছে তা কেউ বুঝতে পারবেন না।
# পেজ, সাইডবার বা ফুটারের প্রস্থের সাথে অটো এডজাস্ট হবে অর্থাৎ রিস্পন্সিভ।
# মাত্র কয়েক কিলোবাইটের প্লাগিন – যাদের হোস্টিং স্পেস সীমিত, তাদের জন্য সাশ্রয়ী।
আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Weight Converter কে মাউস দিয়ে ড্রাগ করে Widget ব্যবহার সম্ভব এমন যেকোনো জায়গায় বসান, তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।
প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব।
সবাইকে ধন্যবাদ
তাওহীদুর রহমান ডিয়ার
ফেসবুক | লিঙ্কডইন | গুগল প্লাস
(যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক ভিন্ন কোন প্রশ্ন থাকে, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে করতে পারেন। যদি কোন প্রজেক্টে বা ভিন্ন কাজে ব্যস্ত না থাকি, আমি উত্তর দেবার চেষ্টা করবো)
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor post