অনেক দিন পরে টিউন করতে বসলাম, আজকে একটা ছোট টিপস শেয়ার করবো আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস বিষয়ে। আমরা অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডপ্রেস সাইট দেখি যে গুলো এমন ভাবে কাস্টমাইজ করা হয় যে বোঝাই যায় নাহ এই সাইট কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাকি। আবার কিছু প্লাগিন ব্যবহার করা হয় যে গুলো সাইট ন্যাভিগেশন অন্য রকম করে প্রিমিয়াম-লুক দেয়।
টিউনটি ছোট তাই বেশি কথা বলবো নাহ কারন, সবাই জানেন এই বিষয়টার প্রয়োজনিতা।
সাইট এর নামঃ WordPress Theme Detector
সাইট লিঙ্কঃ http://www.wpthemedetector.com
সাইটটি ভিজিট করবেন আর "Site To Check" বক্সে যেই সাইটটি চেক করবেন সেই সাইট এর লিঙ্ক দিয়ে "Experience WPTD" বাটনে ক্লিক করবেন। সাইটটি যদি ওয়ার্ডপ্রেস দ্বারা পাবলিশ করা হয় তাহলে "WordPress Version" "Theme Informative" ও "Installed Plugins" এর লিস্ট পেয়ে যাবেন। সাইটটি সম্পূর্ণ ফ্রী।
এক্সাম্পল দিলাম একটাঃ
আমি যদি এই লিঙ্কটা চেক করিঃ "www.anseolab.com" তাহলে যা জানতে পারবোঃ
Theme Name: Radiate
Author: ThemeGrill
Description: Radiate is a clean, creative and light retina ready responsive blogging theme supporting parallax header image. It integrates primary color option, custom background, custom css and few other features through WordPress customize.
License: GNU General Public License v2 or later
License URL: no needs to show here
Provider information: no needs to show here
Tags which're used: no needs to show here
Plugins which're installed: 4 plugins are installed (no needs to show here)
WP configuration: Standard
Title: no needs to show here
আমার নামে গুগল করলে Rafiul Islam Tanik
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
http://amraito.com/