ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য কিছু সিকিউরিটি টিপস

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। হ্যাকিং থেকে রক্ষা পেতে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য নিয়ে এলাম কিছু নিরাপত্তা টিপস। আশা করি এই টিপস দ্বারা আপনি উপকৃত হবেন।

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস (WordPress) হলো একটি মুক্ত পিএইচপি ভিত্তিক সিএমএস (CMS) যার পূর্ণ রূপ হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। wordpress.org থেকে এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডাউনলোড করতে হয়।

কেন ওয়ার্ডপ্রেস ব্লগের নিরাপত্তা উন্নতি করবেন?

ওয়ার্ডপ্রেস হলো একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) আমি, আপনি, সকলেই ডাউনলোড করে ব্যবহার করতে পারে। হ্যাকাররা বসে নেই। তারা ওয়ার্ডপ্রেসের ত্রুটি খুঁজে বের করেছে।
তাই এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সিকিউরিটি উন্নতি করতে হবে।
নিচে কিছু টিপস নিয়ে আলোচনা করা হলো।
সফটওয়্যার আপডেট করুন
সিএমএস সফটওয়্যার আপডেট করতে হবে। নতুন ভার্সন প্রকাশিত হলে আপডেট করুন। কারণ ওয়ার্ডপ্রেস একটি মুক্ত উৎস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
সিকিউরিটির জন্য সেরা কিছু প্লাগিন
1. WordFence
2. BulletProof Security
3. Sucuri Security
4. iThemes Security
5. Acunetix WP SecurityScan
6. All In One WP Security & Firewall
7. 6Scan Security

সুপার টিপস

1. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
2. প্রিমিয়াম প্লাগিন ফ্রি ডাউনলোড করবে না।
3. থিম এবং প্লাগিন নিয়মিত আপডেট করুন।
4. লেখকদের ইউজারনেম লুকিয়ে রাখুন।
5. লগ ইন পাতাকে অস্পষ্ট করে রাখুন Login LockDown প্লাগিন ব্যবহার করে।
6. সেরা হোস্টিং নির্বাচন করুন।
7. ডাশবোর্ডের কার্যকলাপ Track করুন WP Security Audit Log প্লাগিন ব্যবহার করে।

হেল্প এবং সাপোর্ট

ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কোন প্রশ্ন, সমস্যা থাকলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন ফ্রিতে।
আমার ফেসবুক আইডি লিংক: এখানে
আমি সাধ্যমত আপনাদের হেল্প এবং সাপোর্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

Level 0

আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস