সবাইকে শুভেছা জানিয়ে আমার একটা সমস্যা জন্য আপনাদের কাছে দারস্ত হইলাম।আশা করি এক্সপ্রাট সবাই আমাকে সাহায্য করবে।নিজের একটা পার্সোনাল ওয়েব সাইট বানাইতে চাইছি WordPress দিয়ে।HTML and CSS দিয়ে একটা থিম বানাইছি।যদিও আমি সব কাজ শিখছি আপনাদের দেয়া টিটোরিয়াল দেখে।থিমটাকে ডাইনামিক করতে গিয়ে menu ডাইনামিক করতে পারলাম না।আমার woredpress ভার্শন WordPress 4.5.2।
এটা আমার Menu register করার জন্য function.php
এটা আমার header.php
এটা আমার footer.php
কিন্তু appearance তে মেনু দেখায় না।থিম কাস্টোমাইজে গেলে নেমু দেখায়।আমি এখন কি করলে appearance তে মেনু দেখানো যায়। আশা করি সবাই সাহায্য করবেন।ভিজিট সাইটে নেমু দেখায়।নতুন পেজ অ্যাড করলে মেনু হ্য।কিন্তু আমি চাইছি যাতে appearance তে নেমু সো করে।
আমি যাতে এই রকম এটকা মেনু আনতে পারি।Twenty Fifteen theme এর মত এডমিন পেনেলে যাতে মেনু দেখায়।
প্লিজ কেও সাহায্য করেন। অনেক ভিডিও টিটোরিয়াল দেখেছি youtube অনেক ভিডিও দেখেছি কিন্তু কোন কাজ হয় না।google গিয়া আনেক খুজছি।অনেক আরটিকেল দেখলাম এপ্লাই করলা কিন্তু কিছুই হয় না।কোন ভাবে এই রকম করতে পারলাম না।
আমার হাতের খড়ি এই টেকটিউনস তে।আপনারা যারা এক্সপ্রাট আছেন আমি সবার কাছ থেকে শিখছি।youtube এর অনেক বড় ভাই আছে যেমন Rasel Ahmed, Atique Ullah ভাই অনাদের youtube ভিডিও টিটোরিইয়াল দেখে অনেক শিখছি।তাই আপনাদের কাছে সাহায্য চাইলাম আশা করি সবাই সাহায্য করবেন। আবারও সবাইকে শুভেছা জানিয়ে আপনাদের সাহায্য এর অপেক্ষায় রইলাম।
আমি সোহেল কারি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।