ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট টিউটরিয়াল (পর্ব-২)। ওয়ার্ডপ্রেস ইনস্টল

বিসমিল্লাহির রহমানির রাহিম

 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট বিষয়ক ১৭ পর্বের টিউনের ২য় পর্ব করতে যাচ্ছি। প্রথম পর্বে ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। ২য় পর্বে দেখানো হবে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং আগামী পর্ব থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম বিষয়ক কোডিং করা শুরু করব। এখানে যে কথাটি উল্লেখ না করলেই নয় তা হল, আপনি যদি মনে করেন যে শুধু টিউটরিয়ালগুলো দেখে এবং এভাবে কাজ করলেই আপনি ওয়ার্ডপ্রেসের থিম ডেভলপমেন্ট শিখে গেলেন, তবে তা হল একটি বিরাট ভূল। আসলে এখানে বেসিক বিষয়গুলো দেখানো হয়েছে। আপনাকে এখান থেকে থিম ডেভলপ করার ধারণা নিতে হবে এবং শুধু নিয়মগুলো শিখতে হবে এবং তারপর আপনি বেছে বেছে নতুন নতুন থিমের জন্য কোডিং করতে পারবেন। আপনি একটি ভালমানের থিম তখনই তৈরি করবেন, যখন আপনি কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে কাজ করবেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভলপ করার জন্য আপনাকে প্রচুর ধৈর্যের অধিকারি হতে হবে। তবেই আপনি ভালমানের থিম তৈরি করতে পারবেন।

 

ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=ivUp6VGGbbo

 

অন্যান্য ভিডিওগুলো খোজতে পারেনঃ
ইউটিউবঃ http://www.youtube.com/mvideosr24

গুগল প্লাসঃ http://plus.google.com/+mvideosr24

ফেসবুকঃ http://www.facebook.com/mvideosr24

টুইটারঃ http://www.twitter.com/mvideosr24

 

বিশেষ কিছু কথা

ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। যদি ভাষা না থাকত তাহলে আমরা আমাদের মনের ভাল এত ভালভাবে কাউকে বুঝাতে পারতাম না। সর্বোপরি ভাষা হল মহান আল্লাহ তাআলার এক মহান দান ও রহমত। আমরা যদি আল্লাহর রহমতকে খারাপভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই তিনি খুশি হবেন না। আমার এই কথাগুলো বলার উদ্যেশ্য হল, আমাদের মধ্যকার কিছু লোক ভাষার খারাপ ব্যবহারে মাধ্যমে ইউটিউব চ্যানেল বা টেকটিউনসে টিউমেন্ট করে। এটা কিন্তু ভাই ঠিক না। প্রত্যেকটি বিষয় আপনার ভাল লাগতে হবে এমনতো কথা না। আপনার একটা বিষয়ে সমস্যা মনে হলে টিউনারকে বিষয়টি সম্পর্কে অবগত করুন এবং তাকে উৎসাহ দিন। দয়া করে কেউ বাজে টিউমেন্ট করবেন না।

আজকের মত এ পর্যন্তই। ভিডিওটি আপনার প্রয়োজনীয় মনে হলে লাইক করতে ভূলবেন। আর আমার চ্যানেলটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।

আল্লাহ হাফেজ

Level 0

আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.youtube.com/mvideosr24


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস