আরো সকল টিউন দেখতে এখানে ক্লিক করুন।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতাছি আজকের টিউন। আজকের টিউনে নতুন বছর উপলক্ষে আপনাদেরকে দিব ৫ হাজার টাকা মূল্যের ওয়ার্ড-প্রেস নিউজ ম্যাগাজিন থিমস একধম ফ্রীতে, থিমসটির নাম মাল্টি নিউজ, আমার অনেক পছন্দের একটি থিমস 🙂 থিমসটির সরাসরি ডেমো দেখতে এখানে ক্লিক করুন এবং থিমসটির দাম এবং থিমস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন (থিমস-ফরেস্ট)।
এই থিমস দিয়ে যে কোন ধরেরন নিউজ পেপার সাইট, ব্লগিং সাইট সহজে তৈরি করা যায়, থিমসটির মোট ৮ টি স্টাইল রয়েছে, যার জন্য সহজে যে কেও এটা দিয়ে নিজের পছন্দের সাইট বা নিউজ পেপার ওয়েব সাইট বানাতে পারবেন।
থিমসটিতে রয়েছে রেস-পন্সিভ ডিজাইন, যেটার জন্য মোবাইল ও পিসি, ট্যাব এর জন্য আপনাকে এক্সটা কোন প্লাগিন্স ইনস্টোল দেওয়া লাগবে না। সহজে সকল ইউজার ফ্রেন্ডলি।
রয়েছে ই-কমার্স সিস্টেম, যেটা দিয়ে মুহূর্তের মধ্যে আপনি ই-কমার্স সাইট বানাতে পারবেন।
রয়েছে বিবি প্রেস, যেটা দিয়ে আপুনি ফোরাম বানাতে পারবেন!
তারপর রয়েছে মাল্টিপল পেইজ লেআউট যেটা দিয়ে আপনার ইচ্চা মত লেআউট সেটিং করতে পারবেন। তাছাড়া আরো অনেক সুবিধা রয়ছে, যার মাধ্যমে আপনার ইচ্চা মত সাইট কাস্টমাইজ করতে পারবেন।
থিমসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন পাসওয়ার্ডঃ- masum.info
যে কোন সমস্যায় পাবেন ফেসবুকে
নোটঃ- থিমসটি সরাসরি সি প্যানেল থেকে আপলোড দিবেন, তাহলে আর আপলোড করতে কোন সমস্যা হবে না, সি প্যানেল থেকে আপলোড করতে প্রথমে আপনার সি প্যনেলে লগিন করুন, তারপর ফাইল ম্যানেজার হতে আপনার কাঙ্কিত সাইট সিলেক্ট করুন, তারপর wp-content এ ক্লিক করুন তারপর themes এ ক্লিক করুন, তারপর আপলোড অপশন থেকে আপলোড করেন, তারপর থিমস থেকে ফাইলটি আন-জিপ করুন, সর্বশেষ ওয়ার্ডপ্রেস থেকে আপনার থিমসটি একটিভ করুন। সি প্যানেল এর লিংক হবে এই রকম public_html/yoursite/wp-content/themes
তারপরও যদি কোন সমস্যা হয় আমাকে ফেসবুকে নক দিবেন, প্রথম প্রাশিতঃ- http://masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিক করুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন দেখতেএখানে ক্লিক করুন।
সবার উজ্জ্বল ভবিষ্যৎকামনা করে শেষ করছি আমার ৫১ তম টিউন। দেখা হবে ৫২ নাম্বার টিউনে! আর হ্যা কেমন হলো জানাতে ভুলবেন না
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমার আরো কিছু টিউনঃ-
আরো সকল টিউন দেখতে এখানে ক্লিক করুন।
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।