কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের কছে সাহায্য চেয়ে টিউন করছি। আমি নতুন একটি ওয়েবসাইট খুলেছি (www.tutobook.com)। আর ওয়েবসাইটটি খুলার পর এমন ৩টি সমস্যার সম্মুখীন হয়েছি যেগুলো আমি সমাধান করতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ।
আমি আমার সাইটটি পাবলিশ করার পর Anyone can register অপশনটি এক্টিভ করে দেই। তারপর আমার সাইটে ২ দিনে ৫৫৫ জন ইউজার অটোমেটিক রেজিস্টার হয়েছে। কিন্তু আমি জানি আমার নতুন সাইটে এত ভিজিটর আসা কখনই সম্ভব না। আমি এটা কিভাবে বন্ধ করতে পারি। দয়া করে সাহায্য করুন।
আমার সাইটের Home পেজে থাম্বনেইল ইমেজ ঠিকই দেখায়। তবে একটি বড় একটি ছোট, এমন। এখানে দেখুন http://www.tutobook.com। কিন্তু আমি টেকটিউনসের মত সবগুলো থাম্বনেইল এর সাইজ এক রকম করতে চাই। দয়া করে সাহায্য করুন।
বিভিন্ন ওয়েবসাইটে যেমন টিউনের মধ্যে Click Here এই টাইপের লিংক দেয়ে থাকে এবং ওই টেক্সট লিংক টা আন্ডারলাইন অথবা অন্য কোন কালার করে হাইলাইট করা থাকে এবং এটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমার সাইটের কোন টিউনে এমন হয় না আমাকে টিউন করার সময় মেনুয়েলি আন্ডারলাইন করে দিতে হয়। আমি এটা অটোমেটিক কিভাবে করব। দয়া করব সাহায্য করুন।
আমার ওয়েবসাইট http://www.tutobook.com
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের কছে সাহায্য চেয়ে টিউন করছি। আমি নতুন একটি ওয়েবসাইট খুলেছি (www.tutobook.com)। আর ওয়েবসাইটটি খুলার পর এমন ৩টি সমস্যার সম্মুখীন হয়েছি যেগুলো আমি সমাধান করতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ।
আমি আমার সাইটটি পাবলিশ করার পর Anyone can register অপশনটি এক্টিভ করে দেই। তারপর আমার সাইটে ২ দিনে ৫৫৫ জন ইউজার অটোমেটিক রেজিস্টার হয়েছে। কিন্তু আমি জানি আমার নতুন সাইটে এত ভিজিটর আসা কখনই সম্ভব না। আমি এটা কিভাবে বন্ধ করতে পারি। দয়া করে সাহায্য করুন।
আমার সাইটের Home পেজে থাম্বনেইল ইমেজ ঠিকই দেখায়। তবে একটি বড় একটি ছোট, এমন। এখানে দেখুন http://www.tutobook.com। কিন্তু আমি টেকটিউনসের মত সবগুলো থাম্বনেইল এর সাইজ এক রকম করতে চাই। দয়া করে সাহায্য করুন।
বিভিন্ন ওয়েবসাইটে যেমন টিউনের মধ্যে Click Here এই টাইপের লিংক দেয়ে থাকে এবং ওই টেক্সট লিংক টা আন্ডারলাইন অথবা অন্য কোন কালার করে হাইলাইট করা থাকে এবং এটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমার সাইটের কোন টিউনে এমন হয় না আমাকে টিউন করার সময় মেনুয়েলি আন্ডারলাইন করে দিতে হয়। আমি এটা অটোমেটিক কিভাবে করব। দয়া করব সাহায্য করুন।
আমার ওয়েবসাইট http://www.tutobook.com
আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.youtube.com/mvideosr24
আপনি visitor বন্ধ করতে anyone can register এর টিক চিহ্নটি উঠিয়ে দিন and ইউজার থেকে ইউজার গুলকে রিমুভ করে দিন। আর thumbnail size করতে আপনাকে code জানতে হবে । লিঙ্কের color change করতে আপনার theme এ a tag এর জন্য কিছু css code add করতে হবে।