বার বার একই বিষয় নিয়ে টিউন করছি বলে হয়তো অনেকেই বিরক্ত। কিন্তু কি করবো বলুন। আমার পূর্বের টিউনের পর অন্তত ১০০ টি ফোন পেয়েছি যারা এ কাজগুলো করছেন। অবশ্য আমিও করছি। যাহোক মুল কথায় আসি। অনেকেই ফোন দিয়ে জানতে চেয়েছেন থিম কেমন হবে বা কোন থিম হলে ভাল হয়। আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানের সাইটের জন্য খুব আহামরি টাইপের থিমের প্রয়োজন নেই। আসলে এ ধরনের সাইটের ক্ষেত্রে তথ্য বহুল হউয়াটায় বেশি জরুরি।
তারপরও একটু ধারনা দেয়ার চেস্টা করি। থিমটি ৩ কলামের হলে ভাল হয়। হেডারে প্রতিষ্ঠানের ছবি দিয়ে একটি ব্যানার করে দেবেন। তারপর নিচে হয়তো স্লাইড এ প্রতিষ্ঠানের কিছু ছবি দিয়ে দিলেন। বাম ও ডানের কলামে ভিজিটর কাউন্টার, বিদ্যালয় প্রধানের বানী, সোশ্যাল মিডিয়ার ছবি সহ বক্স বাটন, ছাত্র/ছাত্রী লগ ইন এরিয়া, অবিভাবক লগ ইন এরিয়া, স্ক্রুল নোটিশ, বডিতে প্রাত্যহিক শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষক উপস্থিতি, দিয়ে দিলেন কিছুটা নিচের ছবির মত।
বুঝলাম না, ছবির রেজুলেসান ব্যাপক খারাপ হল। মাফ কইরেন।
ফুটারে বিভিন্ন লিংক, প্রতিষ্ঠান প্রধান কে মেইল করার অপশন, গুগোল ম্যাপ, ইত্যাদি দিয়ে সাজিয়ে দিন। অবশ্যই মেনু তৈরি করে সেখানে প্রয়োজনীয় তথ্যাদি দেবেন।
আমি ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু সাইট করছি সেহেতু কিছু ইঊনিক থিম খুজে বের করতে হয়। আবার অনেক সময় বানাইতেও হয়। যাহোক মোটামুটি মানের দিক থেকে ৫টি নতুন থিম দিলাম মিডিয়া ফায়ারে আপলোড করে যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন।
থিমের সুবিধা সমুহ,
১। ৩ কলাম
২। হেডার, ফুটার
৩। স্লাইড সো
৪। ফুল কাস্টমাইজ সুবিধা
৫। থিমের কারনে সাইট নষ্ট হবার কোন কারন নেই।
সর্ব শেষে একটু বলি, ৫ টি থিমই এক সাথে আপলোড করে দিলাম। ফাইলের ভেতর থিমের স্ক্রিনসর্ট দেয়া আছে।
আজ এ পর্যন্তয়
ধন্যবাদ সবায় কে।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেকেই এই ধরনের সাইট তৈরি করছেন। আমার কাছেও বেশ কয়েকটি কাজের অর্ডার আসছে। যাইহোক অনেকেই বলছেন এখানে একাত্তর নামে স্কুল ম্যানেজমেন্ট সফট্ওয়্যার ইনস্টল করতে হবে। সুতরাং এটি কোথায় পা্ওয়া যাবে, কত মূল্য পড়বে এবং কিভাবে ইনস্টল করতে হবে উক্ত বিষয় নিয়ে যদি টিউন করেন তাহলে অনেকের উপকার হয়। পরিশেষে টিউন করার জন্য ধন্যবাদ।