অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -১১:Search এর ফলাফল একটি মাত্র টিউন হয় তাহলে কিভাবে ওই টিউনে Redirect করবেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?? আশা করি ভাল। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে  যদি Search এর ফলাফল একটি মাত্র টিউন হয় তাহলে কিভাবে ওই টিউনে Redirect করবেন।

যখন কোন ভিজিটর ওয়ার্ডপ্রৈসের নিজস্ব সার্চ বক্সে কোন কিছু সার্চ করে তখন সার্চ এর ফলাফল লিষ্ট আকারে প্রদর্শিত হয়।সার্চ এর ফলাফল যদি একটি মাত্র টিউন হয় তবে সেই টিউনিটতে Redirect করার জন্য আপনি আপনার সার্চ ইঞ্জিনটিকে উন্নত করতে পারেন।

সার্চ ইঞ্জিনকে উন্নত করার জন্য নিচের কোডটি আপনার থিমের ফাংশন ফাইলে (functions.php) পেষ্ট করুন। ফাইলটি সেভ করুন।এখন আপনার সার্চ ইঞ্জিনটি সার্চ করার একটি মাত্র টিউন পেলে সেই টিউন এ Redirect করবে।

add_action('template_redirect', 'redirect_single_post');

function redirect_single_post() {

if (is_search()) {

global $wp_query;

if ($wp_query->post_count == 1) {

wp_redirect(get_permalink($wp_query->posts['0']->ID));

}

}

}

আপনাদের যদি কাজে লাগে ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট

আইটি শিক্ষা

যারা আমার আগের টিউনগুলো পড়েন নি তাদের জন্য ওযার্ডপ্রেসেরে আগের টিউনগুলোর লিংক নিচে দেওয়া হল।

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২:কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৩: কিভাবে সকল রেজিষ্টার্ড ইউজারকে ই-মেইল পাঠাবেন ?  লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৪: অ্যাডমিন টিউন লিষ্টে কিভাবে শুধু মাত্র Author টিউন দেখাবেন।লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৫:কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৬:লগইন করার পর কিভাবে আগের পেজে রি ডিরেক্ট করবেন ? লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৭ :কিভাবে ওয়ার্ডপ্রেসে excerpt ফাংশনকে উন্নত করবেন ? লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৮ :কিভাবে ওয়ার্ডপ্রেসের Upload Directory কে সিকিউর করবেন? লিংক 

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৯:কিভাবে ওয়ার্ডপ্রেস টিউমেন্টস ফর্ম থেকে কিভাবে URL ফিল্ড Remove করবেন? লিংক 

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -১০:কিভাবে ওয়ার্ডপ্রেস নিদির্ষ্ট পেজে SSL secure করতে বাধ্য করা। (লিংক)

 

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকেও ধন্যবাদ ।