আসসালামু আলাইকুম। কেন আছেন সবাই। আশা করি ভাল। আজকে যে বিষয নিয়ে আলোচনা করবো তা হল কিভাবে ওয়ার্ডপ্রেসের আপলোড ডিরেক্টরিকে নিরাপদ করবেন। আগের টিউনগুলো যারা মিস করছেন তাদের জন্য আগের টিউনগুলোর লিংক দিলাম
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২:কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৩: কিভাবে সকল রেজিষ্টার্ড ইউজারকে ই-মেইল পাঠাবেন ? লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৪: অ্যাডমিন টিউন লিষ্টে কিভাবে শুধু মাত্র Author টিউন দেখাবেন।লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৫:কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৬:লগইন করার পর কিভাবে আগের পেজে রি ডিরেক্ট করবেন ? লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৭ :কিভাবে ওয়ার্ডপ্রেসে excerpt ফাংশনকে উন্নত করবেন ? লিংক
যে কোন ওয়েবসাইটের জন্য সিকিউরিটি একটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে।সাধারণভাবে ওয়ার্ডপ্রেস অনেকাংশ নিরাপদ।কিন্তু আপনি চাইলে ওয়ার্ডপ্রেস সিকিউরিটিকে আরো উন্নত করতে পারেন।আজকে আমরা এই টিউটোরিয়াল মাধ্যমে জানবো কিভাবে .Htaccess ফাইলের মাধ্যমে Upload Directory কে সিকিউর করবো যেন তা শূধু মাত্র নিদির্ষ্ট কিছু ফাইল এক্সটেনশন
.htaccess নামে একটি ফাইল তৈরী করুন এবঙ নিচের কোডগুলো পেষ্ট করুন। পেষ্ট করা হলে wp-content/uploads ডিরেক্টরিতে ফাইলটি আপলোড করে দিন।
এই উতাহরলটি শুধু মাত্র Image File এর জন্য দেওয়া হয়েছে। আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে যেকোন ফাইল যেমন .pdf ইত্যাদি দিতে পারেন। আপনার পছন্দের ফরম্যাটটি ৫ নং লাইনে যোগ করুন।
<Files ~ ".*..*">
Order Allow,Deny
Deny from all
</Files>
<FilesMatch ".(jpg|jpeg|jpe|gif|png|tif|tiff)$">
Order Deny,Allow
Allow from all
</FilesMatch>
আশা করি ভাল লাগবে। আমার সাইট টি ঘুরে আসতে পারেন। সাইট লিংক : আইটি শিক্ষা
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। ব্যবহারকারীদের অনেক উপকারে আসবে।