আসসালামু আলাইকুম। কেন আছেন সবাই। আশা করি ভাল। আজকে যে বিষয নিয়ে লিখতে বসলাম তা হল লগইন করার পর কিভাবে আগের পেইজ এ রিডিরেক্ট করবেন। আগের টিউনগুলো যারা মিস করছেন তাদের জন্য আগের টিউনগুলোর লিংক দিলাম
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২:কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৩: কিভাবে সকল রেজিষ্টার্ড ইউজারকে ই-মেইল পাঠাবেন ? লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৪: অ্যাডমিন টিউন লিষ্টে কিভাবে শুধু মাত্র Author টিউন দেখাবেন। লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৫:কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন লিংক
আপনি যখন ওয়ার্ডপ্রেস কান সাইট করেন তখন অনেক সময় ভিজিটরকে লগ-ইন করার পর আগের পেজ এ রিডিরেক্ট করতে হয়। আজকের টিউটোরিয়ালে আপমরা শিখবো কিভাবে ভিজিটরকে লগইন করার পর আগের পেজ এ রিডিরেক্ট করতে হয়।
ওয়ার্ডপ্রেসের একটি অসাধারণ ফাংশন আছে তা হল wp_login_url()।এই ফাংশনটি ড্যাশবোর্ডের লগ-ইন পেজের ইউ আর এল নির্দেশ করে।এটি একটি প্যারামিটার গ্রহন করতে পারে।যে ইউআরএল এ সফল ভাবে redirect করতে পারে। আমরা get_permalink() প্যারামিটার ব্যবহারের এর মাধ্যমে বর্তমান পেজে ফিরে যেতে পারি।
নিচের কোডটি আপনার পছন্দের জায়গায় পেষ্ট করুন।<a href="<?php echo wp_login_url(get_permalink()); ?>" title="Login">Login to view</a>
ব্যাস হয়ে গেল।টিউনটি ভাল লাগলে টিউমেন্টস এ জানাবেন। আর ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে। itshikkha
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good