অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৬:লগইন করার পর কিভাবে আগের পেজে রি ডিরেক্ট করবেন।

আসসালামু আলাইকুম। কেন আছেন সবাই। আশা করি ভাল। আজকে যে বিষয নিয়ে লিখতে বসলাম তা হল লগইন করার পর কিভাবে আগের পেইজ এ রিডিরেক্ট করবেন। আগের টিউনগুলো যারা মিস করছেন তাদের জন্য আগের টিউনগুলোর লিংক দিলাম

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২:কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৩: কিভাবে সকল রেজিষ্টার্ড ইউজারকে ই-মেইল পাঠাবেন ?  লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৪: অ্যাডমিন টিউন লিষ্টে কিভাবে শুধু মাত্র Author টিউন দেখাবেন। লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৫:কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন লিংক

আপনি যখন ওয়ার্ডপ্রেস কান সাইট করেন তখন অনেক সময় ভিজিটরকে লগ-ইন করার পর আগের পেজ এ রিডিরেক্ট করতে হয়।  আজকের টিউটোরিয়ালে আপমরা শিখবো কিভাবে ভিজিটরকে লগইন করার পর আগের পেজ এ রিডিরেক্ট করতে হয়।

ওয়ার্ডপ্রেসের একটি অসাধারণ ফাংশন আছে তা হল wp_login_url()এই ফাংশনটি ড্যাশবোর্ডের লগ-ইন পেজের ইউ আর এল নির্দেশ করে।এটি একটি প্যারামিটার গ্রহন করতে পারে।যে ইউআরএল এ সফল ভাবে redirect করতে পারে। আমরা get_permalink() প্যারামিটার ব্যবহারের এর মাধ্যমে বর্তমান পেজে ফিরে যেতে পারি।

নিচের কোডটি আপনার পছন্দের জায়গায় পেষ্ট করুন।<a href="<?php echo wp_login_url(get_permalink()); ?>" title="Login">Login to view</a>

ব্যাস হয়ে গেল।টিউনটি ভাল লাগলে  টিউমেন্টস এ জানাবেন। আর ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে। itshikkha 

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস