wordpress কোডিং। ব্লগ পোষ্টের টাইটেল পরিবর্তন করুন।

  1. wordpress কোডিং । সাইটে Favicon Icon যোগ করবেন যেভাবে

wordpress এ আমার  লেখাতে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। একটা  ছোট বিষয় নিয়ে আলোচনা করব।  সাইটে আমরা যখন  কোন কিছু  পোষ্ট করতে চাই তখন টাইটেল এ লিখা থাকে  ছোট একটা  কোডিং এর মাধ্যমে আমরা তা পরিবর্তন করে আমাদের নিজেদের মত করে লেখা দিতে পারি। কিভাবে তা পরির্তন করবেন তা আলোচনা করা হল।

custom-title-text1

  • প্রথমে আপনার সি-প্যানেলের থেকে  function.php ওপেন করুন।
  • তারপর নিচের  কোডটা কপি করে তা এর  ?> আগে  পেষ্ট করে দিন।
  • Enter your movie name এই  লেখাটা পরির্তন করে আপনার ইচ্ছা মত লেখা দিয়ে তা  সেভ দিন।
  • এখন  দেখেন তা পরির্রত হয়ে  গেছে।

function wpb_change_title_text( $title ){ $screen = get_current_screen(); if ( 'movie' == $screen->post_type ) { $title = 'Enter your movie name'; } return $title; } add_filter( 'enter_title_here', 'wpb_change_title_text' );

পোষ্টটি আগে এই ব্লগে প্রকাশিত হয়েছে। সবাইকে এই ব্লগ সাইটে পোষ্ট করে মাস শেষে ২০০০ টাকার প্রাইজবন্ড গ্রহনের সুযোগ  নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। ব্লগটা নতুন তাই সকলের সহযোগীতায় সামনের দিকেে এগিয়ে  নিতে সকলের সহযোগীতা কামনা করছি। একটি সাইটের প্রাণ হল ভিজিটর তাই সকলেই এই সাইটটা ভিজিট করুন এবং ব্লগ লিখুন। সকলের প্রতি শুভ কামনা রইল। সবাই ভাল থাকবেন।

আজ তাহলে এখানেই শেষ করছি । আগামীতে আরও ভাল  পোষ্ট নিয়ে হাজির হব। সকলেই সাথে থাকুন।  কোন সমস্যা হলে কমেন্টস করবেন।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওনেক সুন্দর পোস্ট

Thanks @wordpress master, amar blog a apnak lekher amontron janasse