অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৫: কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন।

সালাম সবাইকে। কয়েকদিন শারীরিক অসুস্থতার কারনে টিউন করতে পারি নি। আশা করি আবার নিয়মিত হব। সবাইকে ঈদের শুবেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। যারা আমার আগের টিউন গুলো পডেন নি তাদের জন্য টিউন গুলোর লিংক দিয়ে দিলাম।

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২:কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৩: কিভাবে সকল রেজিষ্টার্ড ইউজারকে ই-মেইল পাঠাবেন ?  লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৪: অ্যাডমিন টিউন লিষ্টে কিভাবে শুধু মাত্র Author টিউন দেখাবেন। লিংক

আজকে আমরা দেখবো কিভাবে অপেক্ষাকৃত স্লো সার্ভার এ ওয়ার্ডপ্রেস আপগ্রেড করবেন। আগেই বলে রাখছি এই কাজটি অনেকভাবে করা যায়। অনেকেই php.ini ফাইল থেকে করতে পারেন।

ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয় ডাউনলোড / ইনস্টল করা একটি গুরত্বপুর্ণ ফিচার।কিন্তু মাঝে মাঝে আপগ্রেড করতে গিয়ে সমস্যায় পড়তে হয়।তার মধ্যে একটি সমস্যা হল টাইম আউট। এটি সাধারণত স্লো সার্ভার এর মধ্যে হয়।এই টিউটোরিয়ালটি ব্যবহার করে আপনি খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

এটি করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কোর ফাইলটি Edit করতে হবে। আপনাকে এটি মনে রাখতে হবে, এটি সবার জন্য নয়। এটি শুধু তাদের জন্য যারা ওয়ার্ডপ্রেস অটো আপগ্রেড এ সমস্যায় পডেন তাদের জন্য।

wp-admin/includes/files.php file অপেন করে ৪৪৮ নং লাইনে গিয়ে নিচের কোডটি দেখতে পারবেন।

$response = wp_remote_get($url, array('timeout' => 60));

ডাউনলোডিং টাইম বাডানোর জন্য শুধু মাত্র ৬০ এর জায়গায় ১২০ করে দিন। তাহলে আপনি খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

$response = wp_remote_get($url, array('timeout' => 120));

আপনি চাইলে আপনার ১২০ এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন। আশা করি কাজে লাগবে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের। ধন্যবাদ সবাইকে। ভাল লাগলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন।

আমার সাইট : আইটি শিক্ষা

 

 

 

 

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু ।

আপনাকেও ধন্যবাদ ।