আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। দীর্ঘ 2 বছর পর টেকটিউনস এ লিখতে বসলাম। এখন থেকে নিয়মিত টিউন দেওয়ার চেষ্টা করব। আমার সংগ্রহে প্রায় ২০০+ ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন সমস্যা ও সমাধান আছে। টেকটিউনস এর জন্য সবগুলো নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করবো। আশা করি সাথেই থাকবেন। আগেই বলে রাখি টিউনগুলো অনেক ছোট ছোট কিন্তু অনেক কার্যকরী।আজকে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল এ কাষ্টম মেসেজ দেখাবো। আসুল কথা না বাডিয়ে শুরু করা যাক।
আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কোন সাইট তৈরীকরবেন ক্লাযেন্ট ড্যাশবোর্ডের বিভিন্ন অপশন নিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতেপারে।এই অসুবিধা দুর করার জন্য আপনি আপনার ক্লায়েন্টর জন্য contextualhelp তৈরী করে রাখতে পারেন। এই টিউটোরিয়ালটি ব্যবহার করেআপনি আপনার ক্লায়েন্টের জন্য contextual help তৈরীকরতে পারেন।
নিচের কোডটি আপনার থিম ফাইলের ফাংশন ফাইল functions.php এ পেষ্ট করুন।কোডের ৪ (চার) নং লাইনটি এডিট করে আপনার পছন্দের Message টি লিখুন। ব্যস ... এই টুকুই এখন ইউজাররা আপনার contextual help দেখতে পারবেন।
function my_admin_help($text, $screen) {
// Check we're only on my Settings page
if (strcmp($screen, MY_PAGEHOOK) == 0) {
$text = 'Here is some very useful information to help you use this plugin...';
return $text;
}
// Let the default WP Dashboard help stuff through on other Admin pages
return $text;
}
add_action('contextual_help', 'my_admin_help');
ব্যাস হয়ে গেল। ভাল লাগলে টিউমেন্ট জানাতে ভুলবেন না।
আমার সাইটে ঘুুরে আসতে পারেন চাইলে। আগেই বলে রাখছি সাইটিতে এখনো কাজ চলছে।
সাইট: আইটি শিক্ষা
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ !!
ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি গুলো লম্বা লম্বিভাবে শো করে,এতে অনেক স্পেস নষ্ট হয়।
আমি চাইছিলাম ক্যাটাগরি গুলোকে ২ ভাগ করে শো করাতে।
আপনি এই বিষয়ে হেল্প করতে পারেন?