আজ আমি আপনাদের শেখাবো কি ভাবে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ই-মেইল এড্রেস ও নাম পরিবর্তন করা যায়।
এটি করার অনেক পদ্ধতি আছে।আমি তার মদ্ধে দুটি পদ্ধতি আপনাদের শেখাবো।
এই পদ্ধতিতে আপনাকে আপনার থিমের functions.php ফাইল সম্পাদনা করতে হবে।
এই ক্ষেত্রে চাইল্ড থিম ব্যবহার করা ভাল। আপনি যদি চাইল্ড থিম তৈরী করতে না জানেন তবে পদ্ধতি ২ ব্যবহার করাই ভাল হবে।
functions.php তে গিয়ে নিচের কোড টা পেস্ট করে দিন
/** changing default wordpress email settings */
add_filter('wp_mail_from', 'new_mail_from');
add_filter('wp_mail_from_name', 'new_mail_from_name');
function new_mail_from($old) {
return 'your email address';
}
function new_mail_from_name($old) {
return 'your name or your website';
}
এখানে your email address এ সেই ই-মেইল ঠিকানা লিখবেন যে ই-মেইল ঠিকানা থেকে আপনি ই-মেইল টি পাঠাতে চান।
আর your name or your website অংশে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন।
এই পদ্ধতি ব্যবহার করাই ভাল হবে।
এই ক্ষেত্রে আপনাকে একটি প্লাগিন ইন্সটল করতে হবে।
প্লাগিনটির নাম হোলো Code snippets।
ইন্সটল করার ক্ষেত্রে নিচের পদ্ধতি ব্যবহার করুন।
Dashboard >>Plugins>>Add New>>Code Snippets>>Install
এইবার ড্যাসবোর্ডে এসে Snippets>>Add New
এখানে ইচ্ছামোতো একটা নাম দিয়ে Code এর ঘরে নিচের Code টা দিবেন।
/** changing default wordpress email settings */
add_filter('wp_mail_from', 'new_mail_from');
add_filter('wp_mail_from_name', 'new_mail_from_name');
function new_mail_from($old) {
return 'your email address';
}
function new_mail_from_name($old) {
return 'your name or your website';
}
এখানে your email address এ সেই ই-মেইল ঠিকানা লিখবেন যে ই-মেইল ঠিকানা থেকে আপনি ই-মেইল টি পাঠাতে চান।
আর your name or your website অংশে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন।
অযথা স্ক্রীন সট দিয়ে টিউটোরিয়াল বড় করলাম না।
কারো উপকারে লাগলে টিউমেন্ট এর মাদ্ধমে জানাবেন।
সাহায্য লাগলেও জানাবেন।
এটা আমার টেকটিউনসে প্রথম টিউন। ভুলত্রুটি মার্জিনীয়।
পূর্বে প্রকাশিত এখানে
টিউনটি ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি আছি ফেসবুকে।
বিঃদ্রঃ আমার জানা মতে আমার টিউনে আমি টেকটিউনস নীতিমালা বিরুদ্ধ কোনও কিছু লেখি নাই। এমন কিছু থাকলে দয়া করে জানাবেন। 🙂
আমি তাসনিমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dhonnobad