আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি, অনেক দিন যাবৎ আপনাদের সাথে কিছু শেয়ার করা হয় না, তাই আজ লিখতে বসে পরলাম, আজ যা দেখাবো তা আশা করি হেড লাইন দেখেই বুঝতে পেরেছেন।
তারপরও বলি যাদের ওয়েব সাইটে organize series প্লাগিনটি ব্যবহার করেন, তারা নিশ্চ’ই খেয়াল করেছে তাদের ওয়েব সাইটের পোষ্ট অপশনে গেলে organize series প্লাগিনটির একটি ট্যাব/ইউজেট শো করে, নিচের ছবিটির মত
এই ট্যাব/ইউজেটটি থাকার কারনে ইউজারদের হাতেই সিরিজ সিলেক্ট করার কন্টোল থাকে, যার কারনে অনেক ইউজাররা না বুঝে যে কোন পোষ্টে যে কোন সিরিজ সিলেক্ট করে থাকে, তাই এটা হাইড করে রেখে ইউজাদের কন্টোল বন্ধ করলে আর এই ধরনের ভুল হবে না, এবং প্রয়োজন মত সঠিক সিরিজ এ্যডমিন সিলেক্ট করে দিবে, আসুন দেখি এটি কিভাবে করতে হয়, শুদু আপনার থিম এডিটরে দিয়ে functions.php পেজটি ওপেন করুন এবং সর্ব শেষে নিচের কোর্ড টুকু কপি করে পেষ্ট করুন, শেষে সেইভ দিন ব্যাস কাজ শেষ। তারপর রিলোড দিয়ে দেখুন।
<div class="de1">function wp_admin_style_seric_hide() { ?></div> <div class="de2"><style type="text/css"></div> <div class="de1">#seriesdiv {</div> <div class="de2"> display: none;</div> <div class="de1">}</div> <div class="de2"></style></div> <div class="de1"><span class="kw2"><?php</span> <span class="br0">}</span></div> <div class="de2"></div> <div class="de1">add_action<span class="br0">(</span> <span class="st_h">'admin_head'</span><span class="sy0">,</span> <span class="st_h">'wp_admin_style_seric_hide'</span> <span class="br0">)</span><span class="sy0">;</span></div>
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks… 🙂