আসলামু-অলাইকুম। আপনি এই টিউটোরিয়াল পড়তে শুরু করেছেন, অর্থাৎ ধরে নেয়া যায় অাপনি ওয়ার্ডপ্রেস(wordpress) সম্পর্কে জানেন। তারপরও খুবই সংক্ষেপে বলি, ওয়ার্ডপ্রেস হল পৃথিবীর সবচেয়ে বহুল ব্যাবহৃত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) । প্রথমে যদিও এটিকে ব্লগিং প্লাটফরম হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যাবহৃত হচ্ছে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরো জানতে গুগলে 'ওয়ার্ডপ্রেস' লিখে সার্চ করতে পারেন। 🙂
এখন তাহলে woocommerce সম্পর্কে কিঞ্চিৎ জানা যাক। Woocommerce হল ওয়ার্ডপ্রেসের একটা প্লাগিন, যেটা কিনা ওয়ার্ডপ্রসকে একটা ই-কমার্স সাইটে রূপান্তর করে। ওয়ার্ডপ্রেসের জন্য যত ই-কমার্স প্লাগিন্স আছে, তারমধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়। এটির ফিচার সমূহ ও সহজবোধ্যতাই এটির এত জনপ্রিয়তার মূল কারণ। এটি woothemes এর ডেভেলপ করা, এবং ফ্রি!
Woocommerce সম্পর্কে এই ভিডিওটি দেখতে পারেন:
এবং তাদের অফিসিয়াল ওয়েব সাইটও দেখতে পারেন এখানে।
সুতরাং, আমরা ওয়ার্ডপ্রেস বেজড একটি ই-কমার্স সাইট ডেভেলপ করতে যাচ্ছি! তাহলে অযথা বকবক না করে শুরু কারা যাক।
সতর্কবাণী: এই টিউটোরিয়াল একেবারেই নতুন দের জন্য। আপনি woocommerce এ সামান্য অভিজ্ঞতা সম্পন্ন হলেও এটি আপনার জন্য নয়।
একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন। localhost কিংবা হোস্টিং সার্ভারে। আপনি যেহেতু woocommerce নিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় তা বোধহয় এখন দেখানোর প্রয়োজন পরবে না। তারপরও না জানলে হতাশ হবার কিছু নাই। গুগল সবচেয়ে ভাল বন্ধু 🙂
এখন তাহলে আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন আছে। এখন আমরা woocommerce ইন্সটল করব। ওয়ার্ডপ্রেসের আন্যান্য প্লাগিন যেভাবে ইন্সটল করে, woocommerce ইন্সটলেশন তার থকে ভিন্ন কিছু না।
১। প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে লগিন করে মেনু হতে Plugins >> Add Plugins এ যান।
২। তারপর সার্চবক্সে woocommerce লিখে সার্চ করুন।
৩। নিচের ছবির মত দেখতে পাবেন।
Install Now বাটনে ক্লিক করুন। কনফার্মেশন চাইলে ওকে করুন। ইন্সটলেশন প্রসেস শুরু হয়ে যাবে।
৪। এখন ইন্সটলেশন সম্পন্ন হলে প্লাগিন টি Activate করুন।
৫। একটিভেট করার মত এরকম একটি নোটিশ দেখতে পাবেন:
Install Woocommerce Pages এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত এই পেজ গুলো অটো ক্রিয়েট হবে।
এইতো, আপনি সফলভাবে woocommerce ইন্সটল করতে সক্ষম হয়েছেন। এভাবে না পারলে , আরো বেশ কয়েকভাবে প্লগিন টি ইন্সটল করা যেতে পারে। এখানে দেখুন।
আচ্ছা, আমরা তো woocommerce ইন্সটল করেই ফেললাম! এখন তাহলে এর জন্য সুন্দর একটা ফ্রি থিম ইন্সটল করা যাক!
ওয়ার্ডপ্রেস থিম রিপোজিটরিতে woocommerce সাপোর্ট করে এরকম অনেক থিম আছে। woocommerce লিখে সার্চ করলেই পাবেন। woothemes এর ফ্রি থিম গুলো এখানে পাওয়া যাবে।
আমরা এখন woothemes এর ডেভেলপ করা storefront থিমটি ব্যাবহার করব। ডেমো দেখুন এখানে। এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন, অথবা নিম্নের নির্দেশনা ইন্সটল করুন:
১। ড্যাশবোর্ডে লগিন করে, Appearance >> Themes >> Add New তে যান।
২। সার্চ বক্সে storefront লিখে সার্চ করুন।
৩। Install বাটনে ক্লিক করুন।
৪। ইন্সটল হয়ে গেলে Activate করে ফেলুন।
যে কোন নামে একটা পেজ ক্রিয়েট করুন। পেজ ক্রিয়েট করতে Pages >> Add New তে যান। যেকোন একটা টাইটেল দিন। যেমন: Home.
এখন ডান পাশে Page Attributes মেটা বক্স থেকে Template ড্রপডাউন বক্স থেকে Homepage সিলেক্ট করে, পেজ পাবলিশ করে দিন।
এখন ড্যাশবোর্ড থেকে Settings >> Reading Settings এ গিয়ে Front page displays হিসেবে ঐ পেজ সিলেক্ট করুন। আর ব্লগ পোস্ট শো করার জন্য অন্য কোন পেজ ক্রিয়েট করে সেটা সিলেক্ট করুন।
এখন হোম পেজের বিভিন্ন এলিমেন্ট কনফিগার করতে Homepage Control প্লাগিনটি ইন্সটল করুন। প্লাগিনটি ইন্সটল করলে Appearance মেনুতে Homepage নামের একটি সাব-মেনু যুক্ত হবে। সেখানে ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে হোমপেজ এর বিভিন্ন এলিমেন্ট অন-অফ, রি-অর্ডার করা যাবে।
ওকে! তাহলে এই টিউটোরিয়াল থেকে আমরা জানলাম কিভাবে woocommerce এবং এর জন্য থিম ইন্সটল ও কনফিগার করতে হয়। নেক্সট টিউটোরিয়াল এর আগ পর্যন্ত সবাই ভাল থাকুন। কিছু না বুঝলে কমেন্ট করুন , ফেসবুকে যুক্ত হোন আমার সাথে।
আমি ফজলে রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Just a typical element of this world who claims himself as a human being. Slave of Allah(SWT). Love information technology, especially coding. Love to create creative things.
Good.