[Must Read] আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ২-স্টেপ ভেরিফিকেশন যুক্ত করুন ওয়েবসাইট হ্যাক থেকে বাঁচুন

 এখনকার সবচেয়ে আলোচিত বিষয় হল ওয়েবসাইট হাকিং ।  ওয়েবসাইট তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি হল সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইট । তাই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি সাইট সবচেয়ে বেশি হ্যাক হচ্ছে । আমি ওয়ার্ডপ্রেস এর ফ্রী সাবডোমেইন এর কথা বলবনা কারন এগুলিতে সেটিং থেকে সহজেই তা করা যায় । আমি শুরুতেই বলেছি সেলফ হোস্টেড ওয়েবসাইট নিয়ে কথা বলব ।

এখনকার কম বেশি সবাই ২ স্টেপ ভেরিফিকেশন এর সাথে পরিচিত , যেমন ফেসবুকে লগিন করলে এসএমএস আসে মোবাইলে , কিংবা মোবাইলে কোড জেনারেশন করে তা ইনপুট করতে হয় ওয়েবসাইটে । আরো বেশি জানতে ইউটিউব এর এই ভিডিওটাই যথেষ্টঃ 2-Step Verification

আর ২ স্টেপ  ভেরিফিকেশন একটিভ থাকলে আপনার পাসওয়ার্ড কেউ জানলেও কোন সমস্যা নেই অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ড সবাইকে জানাতে পারেন ।

এজন্য আপনার যা যা লাগবে

১- আন্ড্রয়েড ফোন / আইফোন / উইন্ডোজ ফোন
২- Google Authenticator plugin  ডাউনলোড করে আপলোড  নিন  ওয়ার্ডপ্রেসে এডমিন প্যানেলে  অথবা প্লাগিনে  Google Authenticato লিখে  সার্চ দিন

৩- Authy বা google Authenticator   মোবাইল ফোন এর জন্য ।  আমি Authy ব্যবহার করি । ভিডিও টিউটোরিয়াল  (এই সফটওয়্যার গুলি শুধু ওয়ার্ডপ্রেসে না  অন্য সব  যেমন google, dropbox , hotmail , gmail , yahoo mail ২ -স্টেপ ভেরিফিকেশনে ব্যবহার করতে পারবেন  )

এবার মূল কাজ

অ্যাডমিন প্যানেলে বাম দিকে User> Your Profile এ ক্লিক করেন । নিচের ছবির মত আসবে । এর পর আপনার কাজ হবে Active এর পাশের ঘরটি চেক করুন ।

তারপর সিক্রেট কোড টি কপি করে রাখুন নিরাপদ যায়গায় । এই কোড তখনি লাগবে যখন আপনার মোবাইল ফোন হারিয়ে যাবে । এরপর show/hide QR কোড এ ক্লিক করুন নিচের মত একটা ছবি আসবে ।

এখন কাজ আপনার মোবাইল এ ইন্সটল করা Authy সফটওয়্যার এর । Authy ওপেন করুন

নিচের ছবির মত ফলো করুন

এর পর আপনার ওপেন করা পেজ এ UPDATE PROFILE না দিলে সবই বৃথা ।

UPDATE PROFILE করা শেষে আপনি LOGOUT করুন । তারপর আপনার অ্যাডমিন লগিন পেজ এ ঢুকলে এরকম দেখাবে ।

এখন আপনি Authy তে ঢুকে কোড জেনারেট করে  ৬ সংখ্যার কোড পাবেন , তা  এখানে লিখলেই  আপনার কাজ শেষ  ।

সুবিধাঃ 

১- নিজের সাইট হ্যাক হবার চিন্তা থেকে  মুক্তি ।
২- কোন ডাটা চার্জ নেই । অর্থাৎ ইন্টারনেট অন রাখার দরকার নেই ।
৩- অন্য অন্য ভেরিফিকেশন সিস্টেম এর মত কখন কোড আসবে এর অপেক্ষা নেই ।
৪-ব্রুট ফোর্স করে আর কাজ হবে না ।
৫-এক কোড শুধু এক বারই কাজ করে এবং তা ১ মিনিট পর Self destruted হয়ে যায় ।
৬- সুতরাং কেউ কোড মুখস্ত করলেও লাভ নেই ।

সবাই ভাল থাকবেন নিরাপদে থাকবেন  । মায়ের ভাষাকে সমৃদ্ধ করব এই হোক আমাদের প্রত্যয় ।


কপি করবেন ভাল কথা / কোন ক্রেডিট দিবেন না ভাল কথা ,  কোন সমস্যা নাই , শুধু নিজের নামে চালিয়ে দিবেন  না আশা করি ।
এই টিউন সর্বপ্রথম techtunes.io  এ   প্রকাশিত ।

Level 0

আমি নাসিম বিন জসিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tune ta onek kajer 🙂

    @সাজিদ জামিল: আসলেই কাজের । আশাকরি আপনার ওয়েবসাইট এ ব্যবহার করবেন । ধন্যবাদ ।

Level 0

Thanks a lot. সাধারন মানের কোন মোবাাইলে সেট করার কোন উপায় আছে কি? যেমন Google 2 Step সাধারণ মোবাইলেই হয়ে থাকে। পোষ্টটি খুব খুব কাজের। ধন্যবাদ ভাই।

    @skytipsbd: আপনার মোবাইল এর মডেল কি জানালে বলতে পারব । সাধারন মানে যদি বলতে শুধু কল / এসএমএস করা বুঝায় তাহলে আপনার মোবাইল এ হবে না ।

    আর আপনার যদি wordpress সাব ডোমেইন হয়ে থাকে তাহলে এসএমএস এর মাধ্যমে সাধারন মোবাইল এ করা যায় ।আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ।

onek valo….

    @আমি বুঝি না: আপনাদের ভাল লাগলেই আমার টিউন করা সার্থক হবে । ধন্যবাদ ।

Level 2

Supper

ধন্যবাদ ভাই ।

    @নাসিম বিন জসিম: ভাই আপনার ফেসবুক আইডির লিংকটা কী দেওয়া যাবে।

Many Thanks.