ওয়ার্ডপ্রেস সম্পর্কে মজার কিছু তথ্য

ওয়ার্ডপ্রেস, পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি সিএমএস। ভাবছেন, এই কথা আবার নতুন করে বলার কি আছে? না, নতুন করে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য এই পোস্ট নয়। আজ আপনাদের সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের কিছু মজার তথ্য বা বলা যেতে পারে ওয়ার্ডপ্রেসের কিছু অসাধারণ পরিসংখ্যান। চলুন কথা না বাড়িয়ে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এই মজার তথ্য গুলো জেনে নেওয়া যাক।

ওয়ার্ডপ্রেসের কিছু মজার পরিসংখ্যান

  • ৭৫ মিলিয়ন সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা!! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হবারই কথা, ওয়েবের ৭৫ মিলিয়ন সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। আর এই সংখ্যাটি দিন দিন বেড়েই চলেছে। ( ১ মিলিয়ন = ১০ লাখ )
  • “ওয়ার্ডপ্রেস” কিওয়ার্ডটি দিয়ে গুগলে প্রতি মাসে সার্চ করা হচ্ছে প্রায় ৩৭ মিলিয়ন বার। অন্যান্য সার্চ ইঞ্জিনের কথাতো বাদই দিলাম!
  • ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচাইতে বেশি ভাষায় অনুবাদ কৃত সিএমএস। প্রায় ৪০টির ও অধিক ভাষায় বর্তমানে ওয়ার্ডপ্রেস পাওয়া যাচ্ছে। আর অবশ্যই এই ৪০টির ভেতরে আমাদের বাংলা ও আছে।

  • পরিসংখ্যানে দেখা গেছে অ্যামেরিকান রেজিস্টার্ড ডোমেইনের ২২% ডোমেইনই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আর সারা বিশ্বের ক্ষেত্রে সংখ্যাটি হচ্ছে ২৭% এর মত।
  • ওয়ার্ডপ্রেস  আমাযন থেকেও বেশি ইউনিক হিট পায়। ওয়ার্ডপ্রেস ডট কমের ইউনিক ভিজিটরের সংখ্যা অ্যামাজন ডট কমের মত জায়ান্ট সাইট থেকেও বেশি!!
  • ওয়ার্ডপ্রেসের কর্মী সংখ্যা মাত্র ২২৭ জন!!

বিশ্বাস করুন আর নাই করুন ওয়ার্ডপ্রেসের কর্মী সংখ্যা মাত্র ২৭৭ জন!! এই পরিসংখ্যানটিই আমার কাছে সবচাইতে মজার মনে হয়েছে। আর সেইজন্যই ওয়ার্ডপ্রেস কিছু দক্ষ কর্মী খুঁজছে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস যোগ দিতে পারেন যদি আপনি ওয়ার্ল্ড  ক্লাস ওয়ার্ডপ্রেস ডেভেলোপার হয়ে থাকেন।

  • ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগে প্রতি ১ সেকেন্ডে ৬ টি করে পোস্ট করা হচ্ছে। তবে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইট হিসাব করলে সংখ্যাটা কি হবে তা খোদা মালুম।

  • যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে এত সাইট তৈরি করা হচ্ছ্বে তাহলে স্বভাবত মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেস ডেভেলোপারদের চাহিদাও অনেক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেস ডেভেলোপাররা ঘণ্টা প্রতি ৫০ ডলার পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
  • ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয় এই প্রশ্ন মাথায় এলেই হাজার হাজার থিম ও প্লাগিনের কথা মনে পরে যায়। ওয়ার্ডপ্রেসের এই জনপ্রিয়তার পেছনে এর ভূমিকাই সবচাইতে বেশি। তাছাড়া থিম ও প্লাগিন দ্বারা ইউজাররা খুব সহজেই কোডিং ছারাই কয়েক ক্লিকেই সাইটকে রিডিজাইন করতে পারছে।
  • প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসের সর্বমোট প্রায় ১০০টি ভার্শন রিলিজ করা হয়েছে।
  • যদিও বিভিন্ন হোস্টিং সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে ওয়ার্ডপ্রেস বার বার ডাউনলোড করার দরকার পরে না। তারপরও শেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইটের জিপ ফাইলটি সর্বমোট ৪৬ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nich এবং সুন্দর।

ধন্যবাদ, WordPress সম্পর্কে নুতন কিছু জানলাম।

তথ্যটা জানানোর জন্য ধন্যবাদ