সবাইকে একটা বাগ সম্পর্কে অবহিত করছি, স্লাইডার রেভুলেশন প্লাগিনে একটা মারাত্মক সিকিউরিটি বাগ আছে। আমি এটি কয়েকমাস আগে জানলেও বলিনি, কারন আমি মনে করেছিলাম প্লাগিন ডেভেলপাররা বাগটি ফিক্স করবে। আমি তাদের নোটিস ও করেছি… কিন্তু এখনো ঠিক হয় নি।
আমি মোটামুটি ভুলেই গিয়েছিলাম, কিন্তু আজকে গোড্যাডি থেকে নোটিস আসার পর মনে পড়লো যে, এটি এখনো ঠিক হয়নি।
নিরাপত্তার জন্য বাগটা সম্পর্কে বেশী কিছু বলব না, তবে এটির মাধমে wp-config.php ফাইলের ইনফো হাতিয়ে নেয়া যায়। wp-config.php এর ইনফো পাওয়া মানে ডাটাবেজ এক্সেস (ইউজার নেম/পাসওয়ার্ড) পেয়ে যাওয়া। সুতরাং বাগটি খুবই গুরুত্তপূর্ণ।
তাই সবাইকে অনুরধ করবো প্লাগিনটি আপডেট আসার আগ পর্যন্ত ডিএক্টিভ করে রাখুন।
মূল আরটিকেল লিঙ্কঃ ওয়ার্ডপ্রেসের স্লাইডার রেভুলেশন প্লাগিনে মারাত্মক সিকিউরিটি বাগ
আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও এর জন্য ঝামেলায় পড়েছি। আমাকে ভালো কোন ফ্রি স্লাইডারের সন্ধান দিতে পারবেন ভাই?