যেভাবে ওয়ার্ডপ্রেস সাইটের টিউনের ভিতরে “এড” দেখাবেন

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।

আজ  আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের টিউনের ভিতরে এড তথা বিজ্ঞাপন দেখানো যায়। বর্তমানে বিভিন্ন সাইটে টিউনের ভেতরে বিজ্ঞাপন দেখা যায়। টিউনের ভিতরে বিজ্ঞাপন দেখালে প্রচুর পরিমাণে হিট পাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়া যাক।

  • এই কাজটি করেতে প্রথমেই আপনার একটিভ থিমের functions.php ফাইলটি ওপেন করুন।
  • এবং আপনার সাইটের functions.php ফাইলে নিচের কোড গুলো পেস্ট করে ফাইলটি সেভ করুন।
add_filter( 'the_content', 'prefix_insert_post_ads' );

function prefix_insert_post_ads( $content ) {

	$ad_code = '<div></div>';

	if ( is_single() && ! is_admin() ) {
		return prefix_insert_after_paragraph( $ad_code, 2, $content );
	}

	return $content;
}

// Parent Function that makes the magic happen

function prefix_insert_after_paragraph( $insertion, $paragraph_id, $content ) {
	$closing_p = '</p>';
	$paragraphs = explode( $closing_p, $content );
	foreach ($paragraphs as $index => $paragraph) {

		if ( trim( $paragraph ) ) {
			$paragraphs[$index] .= $closing_p;
		}

		if ( $paragraph_id == $index + 1 ) {
			$paragraphs[$index] .= $insertion;
		}
	}

	return implode( '', $paragraphs );
}
  • এবার Insert Post Ads প্লাগিনটি আপনার সাইটে ইনস্টল করুন।

  • ইনস্টল করা হয়ে গেলে নতুন একটি এড যুক্ত করুন।

  • এবার প্লাগিনটির সেটিংস পেজে গিয়ে কোথায় এড দেখাতে চান তা নির্বাচন করুন।

  • তাহলেই আপনার সাইটের টিউনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখতে পাবেন  😛

কোন সমস্যায় পড়লে মন্তব্য করতে পারেন। টিউনটি ভাল লাগলে বিডিটেকজোন ব্লগটি ঘুরে দেখার অনুরোধ রইলো।

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে 🙂 ধন্যবাদ।

sundor tune, apnar site tao sundor

ফয়সাল শাহী ভাই টি টি এর মত কয়েকটা পোষ্টের পরে পরে এড দেখাতে চাই কিন্ত কিভাবে প্লিজ হেল্প করেন