আপনার সাইট এ মেটা কি-ওয়ার্ড,ডিস্ক্রিপশন এবং টাইটেল যোগ করুন মানুয়ালি

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের টিউন লেখা সুরু করছি। আজকে মেটা কি-ওয়ার্ড,ডিস্ক্রিপশন এবং টাইটেল নিয়ে আলোচনা করবো। কি করে আপনি আপনার সাইট এ ম্যানুয়ালি এই মেটা কি-ওয়ার্ড,ডিস্ক্রিপশন এবং টাইটেল যোগ করতে পারেন। যদি আপনার সাইট এইচটিএমএল এর হয় তাহলে index.html এ যোগ করতে হবে আর যদি ওয়ার্ডপ্রেস এ হয় তাহলে header.php তে যোগ করতে হবে তবে মনে রাখবেন এই কোড গুলো যেন <body> tag এর ভিতরে থাকে মানে হল দেখবেন <body><body/> এ রকম কোড আছে। আপনি অবশ্যই <body> এর পড়ে এবং </body> এর আগে যোগ করবেন।

প্রথমে আসি সাইট এর নাম বা title এ। আপনার সাইট এর নাম অবশ্যই কোড এর মাধ্যমে দিতে হবে টা না হলে আপনার সাইট কেউ সার্চ করলে খুজে পাবে না। কি করে অ্যাড করবেন আপনার সাইট এর নাম নিছে দিলাম।

<title> এখানে আপনার সাইট এর টাইটেল বা নাম লিখুন </title>

এখন আসি মেটা কি-ওয়ার্ড এ। আপনার সাইট যে সম্পর্কে বা যে বিষয়ে আপনি আপনার সাইট করবেন সে সম্পর্কে ৫/৬ ওয়ার্ড কমা দিয়ে লিখুন।

<meta name="keywords" content="এখানে আপনার সাইট এর

মেটা কি-ওয়ার্ড লিখুন " />

এখন আসি মেটা ডিস্ক্রিপশন এ। এখনে আপনার সাইট সম্পর্কে শর্ট ডিস্ক্রিপশন দিন ২/৩ টা বাক্যের মাধ্যমে।

<meta name="description" content="এখানে আপনার সাইট

এর মেটা ডিস্ক্রিপশন লিখুন " />

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো । আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাইটেল কি ট্যাগে যুক্ত করব নাকি? 😮 ভালই মজা করলেন এগুলো তো ট্যাগে যুক্ত করতে হবে।

ধন্যবাদ, নতুনদের কাজে লাগবে।