আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো। আমাদের যাদের ব্লগ আছে বা যারা ব্লগ চালাই তারা জানি টপ অথর কি। আমার মনে হয় এমন কম ব্লগ পাওয়া যাবে যেখানে এই জিনিস টা নাই। ব্লগ এর স্বার্থে এবং যারা ব্লগ এ লেখেন তাদের উৎসাহিত করতে আমাদের এই অপশন টি অ্যাড করতে হয়। আমার মনে হয় অনেকেই এর জন্য প্লাগিন ব্যবহার করেন। কিন্তু আমি আজকে এই টপ অথর শো করানোর কোড শেয়ার করবো আপনাদের সাথে। আপনি যদি কোড ব্যবহার করে এই কাজটি করতে পারেন তাহলে আর অযাথা আপনাকে কোন প্লাগিন ব্যবহার করতে হবে না। তাছাড়া বেশি প্লাগিন ব্যবহার করলে কি হয় টা আপনাদের সকলের জানা। আমি যে কোড শেয়ার করবো সেটির ডেমো দেখতে এই সাইট এর একদম নিছে দেখুন।
প্রথমে নিছের কোড গুলো আপনি যেখানে টপ অথর দেখাতে চান সেখানে অ্যাড করুন।
<?php global $wpdb; $top_authors = $wpdb->get_results(" SELECT u.ID, count(post_author) as posts FROM {$wpdb->posts} as p LEFT JOIN {$wpdb->users} as u ON p.post_author = u.ID WHERE p.post_status = 'publish' AND p.post_type = 'post' GROUP by p.post_author ORDER by posts DESC LIMIT 0,10 ");</code> if( !empty( $top_authors ) ) { echo '<ul>'; foreach( $top_authors as $key => $author ) { echo ' <li> <div class="author-info-new"><div class="author-avatar-new"> ' . get_avatar( $author->ID , 40) . '</div> <div class="author-description-new"><a href="' . get_author_posts_url( $author->ID ) . '">' . get_the_author_meta( 'nickname' , $author->ID ) . '</a> <br />» টিউন ' . $author->posts . ' টি </div></div></li> '; } echo '</ul>'; } ?>
এবার নিছের CSS কোড গুলো আপনার থিম এর CSS ফাইল বা style.css এ যোগ করে দিন।
.author-info-new { background: none repeat scroll 0 0 #FFFFFF; overflow: hidden; padding: 0px; } .author-avatar-new { background: none repeat scroll 0 0 #FAFAFA; float: left; margin-right: 10px; padding: 0px; } .author-description-new { float: left; font-size:14px; }
বাস কাজ এখানেই শেষ। এখন আপনার সাইট রিলোড দিয়ে দেখুন আশা করি শো করবে।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো । আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
অসাধারণ টিউন।