সাইটটিতে ২০ হাজার এর উপর রেজিষ্টার্ড মেমবার রয়েছে। প্রতিক্ষনেই রেজিষ্টার্ড মেমবার এর সংখ্যা বাড়ছে। প্রতি দিন যে হারে টিউমেন্ট পড়ে তাতে বাধ্য হয়েই টিউমেন্ট অপশন বন্ধ করে দিতে হয়েছে। 😯
আসলে যারা সাইন আপ করছে এবং টিউন করছে তারা কেউই ব্লগার নয়। এরা স্পামার। সাইটটির বিষয়বস্তুর বাইরে এমনকি এডাল্ট কন্টেন্ট সাবমিট করছে। স্পামিং এর ফলে সারভার আইপি ব্যান হচ্ছে ঘন ঘন। তাই ওয়ার্ডপ্রেস এ ব্লগিং করাটা আতংক হয়ে দাড়িয়েছে। ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটি ব্লগিং প্লাটফরম হওয়ায় স্পামারদের দৃষ্টি এখানে প্রখর। তারা তৈরি করছে নিত্য নতুন প্লাগ ইন। যার সাহায্যে এক ক্লিকে হাজার হাজার ব্লগে অটো রেজিষ্টেশন ও কন্টেন্ট সাবমিট করছে।
তাছাড়া ওয়ার্ডপ্রেস সাধারন মানের হোষ্টিং সাইটে ইন্সটল করা উচিত নয়। রেজিষ্টেশন, টিউমেন্ট, টিউন ইত্যাদি করার সময় অটো ইমেল সেন্ড হয় ব্যবহারকারীর ও এডমিনের ইমেইলে। প্রতি ঘন্টায় ২০০ এর অধিক ইমেল সেন্ড হলে সাইট ব্যান হতে দেখা যায়।
যেভাবে স্পামার বাড়ছে তাতে করে ওয়ার্ডপ্রেসে স্বাধীনভাবে ব্লগিং করাটা কষ্টকর হয়ে দাড়াচ্ছে। সিকিউরিটি প্লাগইন ব্যবহার করতে গিয়ে সাইট স্লো হয়ে পড়তে দেখা যায়। তাই স্পামিং আমার কাছে ওয়ার্ডপ্রেস ব্লগিং এ সব থেকে বড় আতংকের কারণ হয়ে দাড়িয়েছে।
আমাকে ফেইসবুকে পাবেন>>>এখানে
আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)