নিজের জন্য করা একটি ব্লগ অথবা ক্লায়েন্ট এর জন্য একটি প্রফেশনাল করপোরেট ওয়েবসাইট। প্রয়োজন যাই হোক না কেন, ওয়ার্ডপ্রেস প্রায় সবারই প্রথম পছন্দ। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে নিয়মিত কাজ করেন তাদের প্রচুর থিম বেসইড কাজ করতে হয়। সেক্ষেত্রে প্রিমিয়াম থিম গুলো ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের খুবই প্রিয়। এই থিম গুলোতে থাকে অনেক ধরনের ফিচার, অপশনস্, কাস্টোমাইজেশন সুবিধা ইত্যাদি। কিন্তু প্রিমিয়াম থিমগুলোর এই নানাবিধ "প্রিমিয়াম" সুবিধা আপনাকে পেতে হবে টাকার বিনিময়ে। থিমভেদে যা ৪০-১০০ ইউএস ডলার বা ৩০০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে ফ্রি থিম গুলোর ডিজাইন, অপশন, ফিচার কোনটাই প্রফেশনাল কাজে ব্যবহারের উপযোগী হয়না। সাধারনত বেশির ভাগ ফ্রি থিমই একেবারেই বেসিক ডিজাইনের হয়। অনেকেই তাই নালড্ প্রিমিয়াম থিম ডাউনলোড করে ব্যবহার করে থাকেন, যা একই সাথে বেআইনী এবং ওয়েবসাইটের জন্য ক্ষতিকর ও হুমকি স্বরুপ। নালড্ বা বেআইনী ভাবে ডাউনলোড করা প্রায় প্রতিটা থিমেই থাকে অসংখ্য বাগ এবং ম্যালিশিয়াস কোড। তাই সাবধান। আপনার অতিকষ্টে বানানো ওয়েবসাইট টি হ্যাকারদের সহজ টার্গেট হওয়া থেকে রক্ষা করুন।
তাহলে কি ফ্রি থিম দিয়ে কোন প্রফেশনাল ওয়েবসাইট বানানো সম্ভব নয়? অবশ্যই সম্ভব। ইন্টারনেট ঘেটে বেশ কিছু ফ্রি থিম পেলাম যেগুলো ডিজাইন অথবা ফিচারের দিক দিয়ে প্রিমিয়াম থিমের মতোই। এই থিম গুলো সম্পূর্ন বিনামূল্যে ডাউনলোড করে আপনার ইচ্ছেমতোন বিভিন্ন সাইটে ব্যবহার করতে পারবেন। আমার কাছে ভালো লাগা থিম গুলোই দিলাম এই পর্বে। লাইভ ডেমো দেখে আপনার পছন্দের থিমটি ডাউনলোড করে নিন।
১। Limo
২। InterStellar
৩। Customizr
৪। Simple Corp
৫। Adamos
৬। Arcade
৭। Hueman
৮। Revera
৯। Point
১০। Engrave Lite
১১। Stanley
১২। Radiate
১৩। Isis
১৪। Flat
১৫। MH Magazine lite
এই থিম গুলো ছাড়াও আরো বেশ কিছু হাই কোয়ালিটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম আছে। পরের টিউনে সেসব থিমের লিন্ক দিতে পারব আশা করছি। আপনার দেখা এরকম ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের বিস্তারিত কমেন্টে শেয়ার করতে পারেন সবার সাথে।
আমি শাহরিয়ার লেনিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনার থিম গুলোর জন্য
http://www.funfoorti.com