ওয়ার্ডপ্রেসের “এডমিন বার” টপ থেকে বোটমে আনার পদ্ধতিঃ


ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে অনেক সময় উপরে থাকা কালো রঙের এডমিন বার টা একটু অসুবিধা সৃষ্টি করে। যেমন অনেক সময় একদম টপ এ সাইটের মেনুবার থাকায় অথবা টপ এ ফিক্সড মেনুবার থাকলে এডমিন বারের কারণে কাজ করতে সমস্যা হয়। তাই আমাদের প্রায়ই এডমিন বার টা হাইড করে রাখতে হয়। কিন্তু এডমিন তো আমার থাকা চাই। হা আপনি নিশ্চয় চাইছেন এডমিন বার টা উপরে না থেকে নিচের দিকে থাকুক। তাহলে অন্তত কষ্ট করে বার বার ড্যাশবোর্ড পেজে যাওয়া লাগবে না।

কিন্তু কিভাবে?

১ মিনিটের কাজ। নিচের কোড টুকু আপনার style.css ফাইলে কপি/পেস্ট/সেভ করুন শুধু।

body.admin-bar {

margin-top: -28px;

padding-bottom: 28px;

}

#wpadminbar {

top: auto !important;

bottom: 0;

}

#wpadminbar .quicklinks>ul>li {

position:relative;

}

#wpadminbar .ab-top-menu>.menupop>.ab-sub-wrapper {

bottom:28px;

}

এবার পেজ রিফ্রেশ দিয়ে দেখুন এডমিন বার টা কোথায় দেখাচ্ছে? আমার এখানে কাজ করছে, আপনার কাজ হয়েছে কিনা জানাতে ভুলবেন না।

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/bappy.cd

Level 2

আমি বাপ্পি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি ওয়ার্ডপ্রেস এ theme চেঞ্জ করলে পর আর এডমিন প্যানেল এ ডুখতে পারি না সমস্যা তা কি একটু বলে পারবেন আর এইটা কিভাবে থিক করব

Dhonyobad Dada.
.
R amar aktu help dorkar wordpress somporke.
.
jodi apni aktu help korte chan amake tale ami khub khusi hotam. karor kachei help pacchina!

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

ki vai amk ektu help korben na

Level 2

দারুন।