এই প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমটি একটি ইউনিক ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে Elegant Themes নিয়ে এসেছে এই থিম টি। এই থিম টি কিনতে খরচ হবে ৬৯ ডলার।
যারা ম্যাগাজিন টাইপ এর ওয়ার্ডপ্রেস থিম খুঁজছেন তারা এই থিমটা পছন্দ করতে পারে। থিমটি ইউনিক রেস্পন্সিভ ডিজাইনে করা হয়েছে। দেখতেও মার্জিত। থিমটি কিনতে লাগবে ৫৫ ডলার। এই ওয়ার্ডপ্রেস থিমটি tagDiv পাবলিশ করেছে একটি ওয়ার্ডপ্রেস থিম মার্কেটপ্লেসে।
এই ওয়ার্ডপ্রেস থিমটি কোন একটি টপিক নিয়ে ব্লজ্ঞিং করার জন্য ভালো হবে, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। থিমটি কিনতে খরচ হবে ৪০ ডলার। থিমটি "" থিম ফরেস্ট"" এ পাবলিশ করা হয়েছে।
স্টাইলিশ ই-কমার্স বিজনেস এর জন্য এই থিমটি ব্যাবহার করা যেতে পারে। থিমটি সম্পূর্ণ রেস্পন্সিভ। বর্তমান সময়ের, ই-কমার্স বিজনেস এই ধরনের থিম ব্যাবহার করা হয়। এই ওয়ার্ডপ্রেস থিমটি কিনতে লাগবে ৬৯ ডলার।
ভালোলাগলে জানাবেন 🙂 আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন।
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...
download link koii?